১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

৫০ বছরের রেকর্ড ভেঙে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬

সারদেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীতে কাঁপছে সারাদেশের মানুষ। চলমান এ শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহে গত ৫০ বছরের মধ্যে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর সোমবার এ তথ্য জানিয়েছে।

স্বাধীনতার আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ডিমলা উপজেলায় আজ তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

tapp

তিনি আরো জানান, এখন শৈতপ্রবাহ চলছে। তাই অতীতের রেকর্ড অনুযায়ী এই তাপমাত্রা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস এবং দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ থাকবে। ১০ জানুয়ারির পর সারা দেশে তাপমাত্রা বাড়বে।

রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপরে রাজশাহীতে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

৫০ বছরের রেকর্ড ভেঙে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬

প্রকাশিত : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

সারদেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীতে কাঁপছে সারাদেশের মানুষ। চলমান এ শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহে গত ৫০ বছরের মধ্যে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর সোমবার এ তথ্য জানিয়েছে।

স্বাধীনতার আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ডিমলা উপজেলায় আজ তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

tapp

তিনি আরো জানান, এখন শৈতপ্রবাহ চলছে। তাই অতীতের রেকর্ড অনুযায়ী এই তাপমাত্রা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস এবং দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ থাকবে। ১০ জানুয়ারির পর সারা দেশে তাপমাত্রা বাড়বে।

রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপরে রাজশাহীতে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।