ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এই তফসিল ঘোষণা করা হয়। মেয়র পদে উপনির্বাচনে ২৬ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে এবং মেয়র পদে প্রার্থী হতে আবেদন জমা দেয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
তিন বছর আগে নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য এই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন ১৮টি করে সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে সংরক্ষিত ওয়ার্ড যুক্ত হয়েছে। এই সব আসনেও একইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা তফসিল ঘোষণা করে বলেন, উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
ঢাকা উত্তরের নতুন মেয়র এবং ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ থাকা পর্যন্ত। ঢাকা উত্তরের ক্ষেত্রে এই মেয়াদ হবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত আর দক্ষিণে ওই বছরের ১৬ মে পর্যন্ত।

























