০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নোনা জলে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পৃথিবীজুড়ে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী। দেশের উপকূলীয় সমুদ্রসীমার নোনা পানিতে এদের আবাসস্থল ও বিচরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সমুদ্র সৈকত এর বালুচরে বিপন্নপ্রায় সেই প্রজাতির মৃত ডলফিনের দেখা মিলছে।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেখা গেছে জাহাজমারা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের নোনা জলে ভেসে এসে বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে জাহাজমারা বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়। তাদের ধারণা, ৩-৪ দিন আগে ডলফিনটি মারা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সকল প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রতাজিগতভাবে স্তন্যপায়ী হলেও এ প্রজাতির ডলফিনের সঙ্গে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। মানুষের মতই এদের রক্ত গরম। একটি পরিবারের মতোই নদ-নদী ও সাগরে দল বেধে বিচরণ করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে দেখবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোনা জলে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

প্রকাশিত : ০৫:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

পৃথিবীজুড়ে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী। দেশের উপকূলীয় সমুদ্রসীমার নোনা পানিতে এদের আবাসস্থল ও বিচরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সমুদ্র সৈকত এর বালুচরে বিপন্নপ্রায় সেই প্রজাতির মৃত ডলফিনের দেখা মিলছে।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেখা গেছে জাহাজমারা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের নোনা জলে ভেসে এসে বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে জাহাজমারা বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়। তাদের ধারণা, ৩-৪ দিন আগে ডলফিনটি মারা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সকল প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রতাজিগতভাবে স্তন্যপায়ী হলেও এ প্রজাতির ডলফিনের সঙ্গে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। মানুষের মতই এদের রক্ত গরম। একটি পরিবারের মতোই নদ-নদী ও সাগরে দল বেধে বিচরণ করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে দেখবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর