দেশের উত্তরের জেলা লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি পাওয়ার পর সারাদেশের ৬৮ কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সব কারাগারে কারারক্ষী ও কর্মকর্তাদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। তবে হুমকির ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো শনাক্ত হয়নি হুমকিদাতা।
এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও জেল সুপার কিশোর কুমার নাগকে হুমকি দিয়ে লেখা চিঠিতে কি আছে, তা নিয়ে চলছে নানা আলোচনা। আইনশৃঙ্খলা বাহিনী ও কারাগারগুলোতে বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। অন্যদিকে যে চিঠিতে ওই হুমকি দেয়া হয়েছে সেই চিঠি কারা পাঠিয়েছে, সেটা অনুসন্ধান করা হচ্ছে।
সম্প্রতি জঙ্গি ছিনিয়ে নেয়ার হুমকির চিঠি দেয়া ও ফোন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের বলেন, এ ধরনের উড়োচিঠি ও কাগজ আমাদের কাছে সব সময়ই আসে এবং বিভিন্ন জায়গায় গেয়ে থাকে। তবে আমরা সব সময় তথ্যভিত্তিক কাজ করে থাকি। আমাদের কাছে যখন বিভিন্ন সংস্থার তথ্য আসে তখনই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। উড়োচিঠি যেগুলো আসছে সেগুলো গোয়েন্দাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তারা যদি মনে করেন এগুলোর কোনো ভিত্তি আছে, তাহলে আমরা ব্যবস্থা নেব।
বিজনেস বাংলাদেশ/ এ আর