ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত কাজী রফিক উদ্দিন দারোগা বাড়িতে অবস্থিত নজরুল পাঠাগারে শুক্রবার বিকেল তিনটার দিকে বৃহত্তর ময়মনসিংহের স্বেচ্ছাসেবক সংগঠন হেলপ ফর হিউমিনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার (সাবেক এমপি), উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান শাহানশাহ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















