দীর্ঘদিন রুপালি পর্দায় নেই পূর্ণিমা । তবে এই বিরতি ভেঙ্গে অবশেষে ‘জ্যাম’ ও ‘গাংচিল’ শিরোনামের দুটি সিনেমা নিয়ে ফিরছেন তিনি। ‘গাংচিল’ সিনেমায় একজন এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস।
এরইমধ্যে ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। বর্তমানে এফডিসিতে চলছে এর আইটেম গানের শুটিং। সেখানে অংশ নিতে দেখা গেছে পূর্ণিমাকে। তার সঙ্গে আছেন অভিনেতা রাশেদ মামুন অপু। গানের শুটিংয়ের কিছু ছবিতে দেখা গেল একসঙ্গে কোমর দুলাচ্ছেন পূর্ণিমা ও অপু।
বেশ দৃষ্টিনন্দন সেট তৈরি করে ছবির আইটেম গানের দৃশ্যধারণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। আরো রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























