খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সন্তুষ্ট হয়ে আনন্দ মিছিল ও উল্লাস করছে আওয়ামী লীগ। রায় শোনার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডী কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীরা উচ্চস্বরে উল্লাস করতে থাকে। বৃহস্পতিবার যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল বের করা হয়।
এই মুহূর্তে খবর এলো খালেদা জিয়ার জেল হলো, খালেদা জিয়ার দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
এর আগে, ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী সকাল থেকে জড়ো হতে থাকে। এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডী ও বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হয়।


























