করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জট নিরসনে অনলাইন পরীক্ষাকে শেষ পথ হিসেবে দেখছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জুম প্লাটফর্মে বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছেন। তার আগে অবশ্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিতে হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য একটি গাইডলাইন এবং বেশ কিছু নির্দেশনা দিয়েছে এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। এগুলো মেনে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।
এবিষয়ে হাবিপ্রবির রুটিন উপাচার্য বিধান চন্দ্র হালদার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইনেই সেমিস্টার ফাইনাল নেয়া হবে।
অনলাইনে পরীক্ষার ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, লিখিত পরীক্ষার বিকল্প হিসেবে ভাইভা এবং ক্রিয়েটিভ এসাইনমেন্ট দেয়া হতে পারে। ল্যাব কোর্সের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ল্যাব পরীক্ষা নেয়া যেতে পারে। পরীক্ষার নিয়মনীতি নিয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘ ১৩ মাস ধরে বন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এইচএসসি-২১ ব্যাচকে অটোপাশ দেয়া হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অটোপাশ বা অটোপ্রমোশন সম্ভব নয় বলেই পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইনে পরীক্ষার কথা ভাবছেন উপাচার্যগণ।
বিজনেস বাংলাদেশ/এসএম


























