০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

কৃষিতে নারীর ক্ষমতায়নে “কৃষাণী” প্রজেক্ট উদ্বোধন

কৃষিতে নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ জন নারীকে নিয়ে ‘কৃষাণী’ প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। । বৃহস্পতিবার ( ৬ মে) এক ভার্চুয়াল মাধ্যমে প্রজেক্ট উদ্বোধন করা হয়। প্রজেক্ট বাস্তবায়নে ই-কৃষি ক্লিনিক এবং ইয়াস বাংলাদেশ -শেকৃবি শাখা যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুরাল উইমেন ই-কমার্স স্কুলের লীড একাডেমিক এডভাইজার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসনীন জাহান, ইয়াস ওয়ার্ল্ড’র গ্লোবাল ইভেন্ট কো-অর্ডিনেটর সাফিয়া লাকৌরবি, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, নেপালের হিমালয় ইনোভেশনের সহ-প্রতিষ্ঠাতা সাদিকসিয়া অারিয়াল, ই-কৃষি ক্লিনিকের সহ-প্রতিষ্ঠাতা কৃষিবিদ অাফরা নাওয়ার, ইয়াস বাংলাদেশ’র ন্যাশনাল ডিরেক্টর সালেহা খাতুন রিপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবা সুলতানা বৃষ্টি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অাফরা নাওয়ার বলেন, ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ প্রদানের ডিজিটাল প্লাটফর্ম হিসেবে কাজ করছে ই-কৃষি ক্লিনিক। শ্রম জরিপ অনুযায়ী, কৃষিতে যুক্ত প্রায় ৭০ শতাংশ নারী। তারা তাদের প্রাপ্য মর্যাদা পায় না। পরিবারেও অবহেলিত। কৃষাণী প্রজেক্টের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠবে, পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা নিশ্চিত হবে। ১৫ জন ভলান্টিয়ার তাদের সরাসরি সহযোগিতা করবে, ৫ জন কৃষি কর্মকর্তা ট্রেইনার হিসেবে থাকবেন। সবার সহযোগিতা পেলে এ প্রজেক্টকে অামরা অারো ছড়িয়ে দিতে পারব।

প্রফেসর ড. হাসনীন জাহান বলেন, ই-কৃষি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসে কৃষি সেবা পাচ্ছে, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। বিভিন্ন সময়ে গ্রামের নারীদের সাথে অামার মেশার সুযোগ হয়েছে। নারীরা সাপোর্ট পেলে বাড়ির পাশে ফসল উৎপাদনের মাধ্যমে পুষ্টি এবং অর্থ দুটোই নিশ্চিত হবে। এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কৃষিতে পরিবর্তন অাসবে, অারো উন্নয়ন হবে। এ উদ্যোগ নেওয়ার জন্য অায়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

ইয়াস ওয়ার্ল্ড’র গ্লোবাল ইভেন্ট কো-অর্ডিনেটর সাফিয়া লাকৌরবি বলেন, কৃষি সারাবিশ্বে এক সম্ভাবনাময় পেশা। করোনাকালীন এই সময়ে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। নারীদের নিয়ে কাজ করতে এগিয়ে অাসার জন্য অামি ইয়াস বাংলাদেশ শেকৃবি শাখাকে ধন্যবাদ জানাই।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ, ছাতা মার্কায় ভোটের আহ্বান

কৃষিতে নারীর ক্ষমতায়নে “কৃষাণী” প্রজেক্ট উদ্বোধন

প্রকাশিত : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১

কৃষিতে নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ জন নারীকে নিয়ে ‘কৃষাণী’ প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। । বৃহস্পতিবার ( ৬ মে) এক ভার্চুয়াল মাধ্যমে প্রজেক্ট উদ্বোধন করা হয়। প্রজেক্ট বাস্তবায়নে ই-কৃষি ক্লিনিক এবং ইয়াস বাংলাদেশ -শেকৃবি শাখা যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুরাল উইমেন ই-কমার্স স্কুলের লীড একাডেমিক এডভাইজার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসনীন জাহান, ইয়াস ওয়ার্ল্ড’র গ্লোবাল ইভেন্ট কো-অর্ডিনেটর সাফিয়া লাকৌরবি, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, নেপালের হিমালয় ইনোভেশনের সহ-প্রতিষ্ঠাতা সাদিকসিয়া অারিয়াল, ই-কৃষি ক্লিনিকের সহ-প্রতিষ্ঠাতা কৃষিবিদ অাফরা নাওয়ার, ইয়াস বাংলাদেশ’র ন্যাশনাল ডিরেক্টর সালেহা খাতুন রিপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবা সুলতানা বৃষ্টি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অাফরা নাওয়ার বলেন, ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ প্রদানের ডিজিটাল প্লাটফর্ম হিসেবে কাজ করছে ই-কৃষি ক্লিনিক। শ্রম জরিপ অনুযায়ী, কৃষিতে যুক্ত প্রায় ৭০ শতাংশ নারী। তারা তাদের প্রাপ্য মর্যাদা পায় না। পরিবারেও অবহেলিত। কৃষাণী প্রজেক্টের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠবে, পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা নিশ্চিত হবে। ১৫ জন ভলান্টিয়ার তাদের সরাসরি সহযোগিতা করবে, ৫ জন কৃষি কর্মকর্তা ট্রেইনার হিসেবে থাকবেন। সবার সহযোগিতা পেলে এ প্রজেক্টকে অামরা অারো ছড়িয়ে দিতে পারব।

প্রফেসর ড. হাসনীন জাহান বলেন, ই-কৃষি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসে কৃষি সেবা পাচ্ছে, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। বিভিন্ন সময়ে গ্রামের নারীদের সাথে অামার মেশার সুযোগ হয়েছে। নারীরা সাপোর্ট পেলে বাড়ির পাশে ফসল উৎপাদনের মাধ্যমে পুষ্টি এবং অর্থ দুটোই নিশ্চিত হবে। এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কৃষিতে পরিবর্তন অাসবে, অারো উন্নয়ন হবে। এ উদ্যোগ নেওয়ার জন্য অায়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

ইয়াস ওয়ার্ল্ড’র গ্লোবাল ইভেন্ট কো-অর্ডিনেটর সাফিয়া লাকৌরবি বলেন, কৃষি সারাবিশ্বে এক সম্ভাবনাময় পেশা। করোনাকালীন এই সময়ে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। নারীদের নিয়ে কাজ করতে এগিয়ে অাসার জন্য অামি ইয়াস বাংলাদেশ শেকৃবি শাখাকে ধন্যবাদ জানাই।

বিজনেস বাংলাদেশ/ এ আর