০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

জাবিতে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

বিশ্বের অন্তত ১৮ টি দেশের দেড়শতাধিক বিতার্কিক, বিচারকসহ অন্যান্যদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর সহযোগিতায় ১৮ মে থেকে ৫ জুন,২০২১ অনলাইন মাধ্যমে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। TIB-JUDO Eminence 2021 শিরোনামে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, কেনিয়া, ঘানা, উগান্ডা ও নাইজেরিয়ার বিতার্কিক ও বিচারকসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেছে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেইউডিও- এর সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিমের সঞ্চালনায় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি এবং প্রতিযোগিতার আহ্বায়ক রোকেয়া আশা। এসময় সংগঠনের সহ-সভাপতি শফি মাহমুদ সাগরসহ আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগ (ওএন্ডসি)- এর কোঅর্ডিনেটর মোহাম্মদ তাওহীদুল ইসলাম, ক্লাইমেট ফাইন্যান্স পলিসি ইন্টিগ্রিটি প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ মাহফুজুল হক এবং ওএন্ডসি বিভাগের এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জাফর সাদিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জার্মানির ‘ফেডারেল মিনিস্ট্রি ফর দ্যা এনভায়রনমেন্ট’, ন্যাচার কনজারভেশন, বিল্ডিং এন্ড নিউক্লিয়ার সেফটি- এর সহযোগিতায় আন্তর্জাতিক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি’র ক্লাইমেট ফাইন্যান্স পলিসি এন্ড ইন্টিগ্রিটি (সিএফপিআই) প্রকল্প । বৈশ্বিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সুশাসন নিশ্চিতের দাবিতে তরুণ সমাজের সচেতনতা বৃদ্ধি এবং বিতর্কের মধ্য দিয়ে তরুণদের ভাবনা তুলে আনার লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। ১৮ মে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার প্রথম দিনটি শুরু হবে। ২১ মে পর্যন্ত রাউন্ডপর্ব সহ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ফাইনাল বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ৮৬টি প্রতিষ্ঠানের ১১০ টি দল প্রাথমিক নিবন্ধন করেছিল, যেখান থেকে ৫২টি দল অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ‘Let Be Lightened’ শ্লোগানে প্রতিযোগিতাটি বৃটিশ পার্লামেন্টারি ফরম্যাটে ডিসকর্ড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে৷

অনুষ্ঠানের আহ্বায়ক রোকেয়া আশা বলেন, ‘আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার সবচেয়ে সুন্দর দিক হলো, এর মধ্য দিয়ে চমৎকার বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব গড়ে উঠার পাশাপাশি নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যায়। ভিনদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়৷ যুক্তির এই বৈশ্বিক মিলনমেলায় সবাইকে আমন্ত্রণ জানাই।’

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা, অনুষ্ঠান, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে ২০০৫ সাল থেকে নিরলসভাবে কাজ করছে জেইউডিও৷ অনলাইন মাধ্যমে বিতর্ক চর্চা ও আয়োজনের ধারাবাহিকতায় সংগঠনটি মাইডাস-ডেইলি স্টার বেস্ট ক্যাম্পাস অর্গানাইজেশন পুরস্কার অর্জন করেছে ৷

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

জাবিতে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রকাশিত : ০৮:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

বিশ্বের অন্তত ১৮ টি দেশের দেড়শতাধিক বিতার্কিক, বিচারকসহ অন্যান্যদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর সহযোগিতায় ১৮ মে থেকে ৫ জুন,২০২১ অনলাইন মাধ্যমে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। TIB-JUDO Eminence 2021 শিরোনামে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, কেনিয়া, ঘানা, উগান্ডা ও নাইজেরিয়ার বিতার্কিক ও বিচারকসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেছে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেইউডিও- এর সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিমের সঞ্চালনায় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি এবং প্রতিযোগিতার আহ্বায়ক রোকেয়া আশা। এসময় সংগঠনের সহ-সভাপতি শফি মাহমুদ সাগরসহ আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগ (ওএন্ডসি)- এর কোঅর্ডিনেটর মোহাম্মদ তাওহীদুল ইসলাম, ক্লাইমেট ফাইন্যান্স পলিসি ইন্টিগ্রিটি প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ মাহফুজুল হক এবং ওএন্ডসি বিভাগের এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জাফর সাদিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জার্মানির ‘ফেডারেল মিনিস্ট্রি ফর দ্যা এনভায়রনমেন্ট’, ন্যাচার কনজারভেশন, বিল্ডিং এন্ড নিউক্লিয়ার সেফটি- এর সহযোগিতায় আন্তর্জাতিক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি’র ক্লাইমেট ফাইন্যান্স পলিসি এন্ড ইন্টিগ্রিটি (সিএফপিআই) প্রকল্প । বৈশ্বিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সুশাসন নিশ্চিতের দাবিতে তরুণ সমাজের সচেতনতা বৃদ্ধি এবং বিতর্কের মধ্য দিয়ে তরুণদের ভাবনা তুলে আনার লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। ১৮ মে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার প্রথম দিনটি শুরু হবে। ২১ মে পর্যন্ত রাউন্ডপর্ব সহ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ফাইনাল বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ৮৬টি প্রতিষ্ঠানের ১১০ টি দল প্রাথমিক নিবন্ধন করেছিল, যেখান থেকে ৫২টি দল অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ‘Let Be Lightened’ শ্লোগানে প্রতিযোগিতাটি বৃটিশ পার্লামেন্টারি ফরম্যাটে ডিসকর্ড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে৷

অনুষ্ঠানের আহ্বায়ক রোকেয়া আশা বলেন, ‘আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার সবচেয়ে সুন্দর দিক হলো, এর মধ্য দিয়ে চমৎকার বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব গড়ে উঠার পাশাপাশি নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যায়। ভিনদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়৷ যুক্তির এই বৈশ্বিক মিলনমেলায় সবাইকে আমন্ত্রণ জানাই।’

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা, অনুষ্ঠান, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে ২০০৫ সাল থেকে নিরলসভাবে কাজ করছে জেইউডিও৷ অনলাইন মাধ্যমে বিতর্ক চর্চা ও আয়োজনের ধারাবাহিকতায় সংগঠনটি মাইডাস-ডেইলি স্টার বেস্ট ক্যাম্পাস অর্গানাইজেশন পুরস্কার অর্জন করেছে ৷

বিজনেস বাংলাদেশ/ এ আর