ঝিনাইদহের কোটচাঁদপুরে গত বৃহস্প্রতিবার ১১ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার রিপোর্ট আসে এই ১১ জনের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, করোনা শনাক্ত এই ৫ জনের মধ্যে ৮০ বছর বয়স্ক এক ব্যক্তি নমুনা দেয়ার পরদিন শুক্রবার মারা যায়। গতকাল রবিবার তার করোনা পজেটিভ রির্পোট আসে।
৪ জন করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলার মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ইদানিং অবৈধ পথে মানুষের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। এ কারনে এই এলাকার মানুষের ্আশংকা সীমান্ত পথে অবৈধ যাতায়াতকারীদেও মাধ্যমে করোনা ছড়াতে পারে। এমন আশংকার মধ্যে রবিবার ৫ রোগীর করোনা শনাক্তের সংবাদে মানুষের মধ্যে নতুন করে করোনা ভীতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কর্তা ডাঃ আব্দুর রশীদ বলেন,কোটচাঁদপুরে কীট পরিক্ষার ব্যবস্থা আছে। ডাক্তার-নার্সরা প্রস্তুত আছে। তিনি জন সাধারণকে করোনায় আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















