করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাত দিনের সর্বাত্মক কঠোর লক ডাউনের প্রথম দিনে দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১ টা হতে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৩ টা পর্যন্ত।
এসময় অযথা ঘরের বাইরে বের হওয়া, মাস্ক পরিধান না করা, দোকান খোলা রাখা এবং সংক্রমণ রোগ ছড়ানোর দায়ে উপজেলার নতুন বাজার, হলদীবাড়ি, বছিরবায়িনা হাট, ল্যাম্ব হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে ৫ হাজার ৭’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এর নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাশিদ কায়সার রিয়াদ। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদলত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















