১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

রংপুরে অষ্টম দিনে ৫৭টি মামলা

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে রংপুরে অভিযান চালিয়ে ৫৭টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মামলার বিবাদীদের ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার (৮জুলাই) রাতে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। অষ্টম দিনে রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার আট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন। এছাড়া আট উপজেলায় আটজন সহকারী কমিশনার (ভূমি) ও আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪২টি মামলা হয়েছে। এসব মামলায় ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জেলার প্রতিটি উপজেলা ও মহানগর এলাকায় কঠোর বিধিনিষেধের সময়ে অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রংপুরে অষ্টম দিনে ৫৭টি মামলা

প্রকাশিত : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে রংপুরে অভিযান চালিয়ে ৫৭টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মামলার বিবাদীদের ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার (৮জুলাই) রাতে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। অষ্টম দিনে রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার আট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন। এছাড়া আট উপজেলায় আটজন সহকারী কমিশনার (ভূমি) ও আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪২টি মামলা হয়েছে। এসব মামলায় ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জেলার প্রতিটি উপজেলা ও মহানগর এলাকায় কঠোর বিধিনিষেধের সময়ে অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ