০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে নতুন রাজা ইতালির মার্সেল জ্যাকবস

অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বলা হয় ছেলেদের ১০০ দৌড়কে। যে ইভেন্টটিতে গত তিন আসরে কিংবদন্তি উসাইন বোল্টের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বলাই যায়। তবে ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার।

তাই এবারের টোকিও অলিম্পিকে নজর ছিল, কে হতে যাচ্ছেন বোল্টের উত্তরসূরি? অবশেষে পাওয়া গেল সেই নাম। ইতালির মার্সেল জ্যাকবস স্বর্ণ জিতলেন এই ইভেন্টে। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি। এটা তার ক্যারিয়ারের সেরা টাইমিংও।

দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড)। আর ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।
জ্যাকবস নিজ দেশ ইতালির হয়েও ইতিহাস গড়লেন। কেননা ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। এছাড়া গত রিও অলিম্পিকে বোল্টের সমান ৯.৮০ সেকেন্ড সময় নিয়েছেন ২৬ বছরের এই তরুণ।

এর আগে বোল্ট গত রিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে। তার গড়া বিশ্ব রেকর্ড অবশ্য ৯.৫৮ সেকেন্ডের, ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যে টাইমিং করেছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে নতুন রাজা ইতালির মার্সেল জ্যাকবস

প্রকাশিত : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বলা হয় ছেলেদের ১০০ দৌড়কে। যে ইভেন্টটিতে গত তিন আসরে কিংবদন্তি উসাইন বোল্টের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বলাই যায়। তবে ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার।

তাই এবারের টোকিও অলিম্পিকে নজর ছিল, কে হতে যাচ্ছেন বোল্টের উত্তরসূরি? অবশেষে পাওয়া গেল সেই নাম। ইতালির মার্সেল জ্যাকবস স্বর্ণ জিতলেন এই ইভেন্টে। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি। এটা তার ক্যারিয়ারের সেরা টাইমিংও।

দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড)। আর ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।
জ্যাকবস নিজ দেশ ইতালির হয়েও ইতিহাস গড়লেন। কেননা ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। এছাড়া গত রিও অলিম্পিকে বোল্টের সমান ৯.৮০ সেকেন্ড সময় নিয়েছেন ২৬ বছরের এই তরুণ।

এর আগে বোল্ট গত রিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে। তার গড়া বিশ্ব রেকর্ড অবশ্য ৯.৫৮ সেকেন্ডের, ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যে টাইমিং করেছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার