আরও একবার বোলিং ঝলক দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় নেমে ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার প্রথমে ব্যাটিং বেছে নিয়েও খুব একটা সুবিধা করতে পারল না সফরকারি দল।
মিরপুরে মোস্তাফিজ-শরিফুলদের তোপে ৭ উইকেটে ১২১ রানেই থেমে গেছে অসিরা। অর্থাৎ টানা দ্বিতীয় ম্যাচ জিততে হলে ১২২ রান করতে হবে বাংলাদেশকে।
অস্ট্রেলিয়ার যে স্কোর, তা মোটেও অনতিক্রম্য নয়। তাই দলকে সিরিজে এগিয়ে নেবার দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের। গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং মোটেও সুবিধার ছিল না। জয় এসেছিল বোলারদের সৌজন্যে। আজকের ম্যাচে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণের পালা।

























