নতুন আরো চলচ্চিত্র নির্মাণের মিশনে নেমেছেন তরুণ মেধাবী নির্মাতা সাইফ চন্দন। আর তার নতুন মিশনে এবার সঙ্গী জনপ্রিয় নায়িকা বুবলী। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন সাইফ চন্দন এবং চিত্রনায়িকা বুবলী। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবির নাম ‘কয়লা’। ছবিতে নায়ক চরিত্রে হিসেবে কে থাকছেন- তা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে।
পরিচালক বলেন, ‘কয়লা’ ছবিতে নায়িকা নির্বাচন করা হয়েছে বুবলীকে। আশা করছি ভালোভাবেই কাজটি হবে ইনশাআল্লাহ। এবং নতুন ভাবে বুবলীকে দেখবে দর্শক।
বুবলী বলেন, একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্যে। আসলেই চরিত্রটা নিয়ে আমি এক্সাইটেড ।খুব শিগগিরই ‘কয়লা’ ছবির শুটিং শুরু হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়।
এছাড়া সাইফ চন্দন এরমধ্যে হাতে রয়েছে ওস্তাদ’ ‘মন্ত্র’, ও ‘কাপ্তান’। সাইফ চন্দন পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আব্বাস’। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ