০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

সঙ্গীতে নতুন তারা ত্রিবেণী পান্না

সঙ্গীতশিল্পী ত্রিবেণী পান্না

মেধাবী সঙ্গীতশিল্পী ত্রিবেণী পান্না। আদী নিবাস সিলেটের শ্রীমংগলে। বাবার সরকারি চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জায়গার আলো বাতাসের সাথে পরিচয় পান্না দত্তের।

প্রকৃতির লীলাভূমি সিলেট যেমন ঝরনা, পাখির কলকতান, চা, বাগানের অপুর্ব সবুজ সৌন্দর্যে ভরপুর ঠিক তেমনি পান্না দত্তের কন্ঠেও স্বয়ং ভগবান দিয়েছেন প্রকৃতির এক অমৃত সুধা কন্ঠরস। মুহূর্তেই দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে যায় পান্নার গানে।

ছোট বেলায় পান্না দত্তের প্রার্থনা সংগীত শুনে এক কবি তার বাবা প্রেমসুখ দত্ত কে একটি উপহার দেন আর তা হলো এই মেয়েটির একটি অপার্থিব নাম “ত্রিবেনী”। যার অর্থ তীর্থস্থান।

শিল্পী পান্নার পারিবারিক নাম হলো ত্রিবেনী। পান্না এক স্বর্গীয় পাথরের নামের সাথে যুক্ত হলো ত্রিবেনী। বাহ্। সত্যিই ত্রিবেনী পান্না আজ একটি আলোকিত নাম।

৩০ আগষ্ট বিক্রমপুরে জন্ম। পরবর্তীতে গোপালগঞ্জ এ শিক্ষা জীবন শুরু। শ্রদ্ধেয় বিনয় ভক্তের কাছে সংগীতে হাতে খড়ি পরবর্তীতে ভরত মন্ডল, দুলাল কুন্ডু ও শংকর রায়ের কাছে তালিম নেন। স্কুল জীবনেই ত্রিবেনীর ঝুলিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ সহ স্বর্ন-পদক লাভ করেন।

তখন থেকেই নামের স্বার্থক বহন করে চলছেন ত্রিবেনী পান্না দও। বাবার ইচ্ছায় ঢাকায় এসে শিল্পী মেহেদী রওশনের নিকট সংগীতের তালিম নিতে শুরু করেন।
সংগীত নিয়েই পড়াশোনা সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে আই.মিউজ পাশ করেন এবং পরবর্তিতে ভারত সরকারের আই.সি.সি.আর স্কলারশিপ নিয়ে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ উচ্চাংগ সংগীতে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

তার এই পথ চলায় উপমহাদেশের অনেক গুনি শিল্পীর প্রভাব এবং সান্নিধ্য তাঁকে ঋদ্ধ করেছে। হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, স্বর্গীয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, স্বর্গীয় নিলুফার ইয়াসমিন, মরহুম খালিদ হোসন, মিতা হক, মাহমুদ সেলিম, প্রয়াত সুবির নন্দী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রয়াত কামাল লাহানী, ড. বিশ্বজিৎ রায়, হাসান ইমাম, লায়লা হাসান, সহ অনেক কে তিনি স্বরণ করেন শ্রদ্ধাভরে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অসীত মুখার্জি, নীহার রন্জন ব্যানার্জী, অলোক চ্যাটার্জী, কোয়েল দাস গুপ্ত নাহা তার জীবনের বড় পাথেয়।

বিশ্ববিদ্যালয়ের বাইরে পন্ডিত জয়ন্ত বোসের নিকট পাওয়া তালিম তাঁকে আরোও সমৃদ্ধ করেছে।

শিল্পী ত্রিবেনী পান্না মুলত একজন ক্লাসিক ঘরানার শিল্পী। নজরুল সংগীত, মেলোডি আধুনিক গান সহ ক্লাসিক মিশ্রিত যে কোন গান গেতে পছন্দ করেন। এ ক্ষেত্রে হিন্দি গজল, ও রবীন্দ্র সংগীত তাঁর পছন্দের তালিকায় সব সময়ই থাকে।

এ পর্যন্ত বেশ কটা মিক্সড এ্যালবামে কন্ঠ দিয়েছেন।শিল্পকলা থেকে নজরুল এর একটি মিক্সড এলবামে সিডি বের হয়েছে। সম্প্রতি বাংলার মুখ ইউটিউব চ্যানেলে নজরুেলর (তুমি আমার সকাল বেলার সুর)গানের একটি মিউজিক ভিডিও সম্প্রচারিত হয়েছে। পাশাপাশি জাগরণ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হতে প্রকাশিত প্রতিটি এ্যালবামের গানে কন্ঠ দিয়েছেন। সেই সাথে একটি নজরুল সংগীতের সিডির কাজে হাত দিয়েছেন পান্না ।

বাংলাদেশের সমস্ত স্যাটেলাইট চ্যানেল ছাড়াও কলকাতার দুরদর্শন, তারা টিভি, আকাশ টিভিতে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন ত্রিবেনী পান্না।

বাংলাদেশর পুরোনো সাংস্কৃতিক একাডেমি হিন্দোলের সংগীত শিক্ষক সহ একটি ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজের মিউজিক টিচার হিসেবে কাজ করে আসছেন তিনি ।

একজন ক্ল্যাসিক ঘরানার শিল্পী হিসেবে শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবার দৃঢ় প্রত্যয়ে নিজেকে উৎসর্গ করতে চান শিল্পী ত্রিবেনী পান্না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

সঙ্গীতে নতুন তারা ত্রিবেণী পান্না

প্রকাশিত : ০৮:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

মেধাবী সঙ্গীতশিল্পী ত্রিবেণী পান্না। আদী নিবাস সিলেটের শ্রীমংগলে। বাবার সরকারি চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জায়গার আলো বাতাসের সাথে পরিচয় পান্না দত্তের।

প্রকৃতির লীলাভূমি সিলেট যেমন ঝরনা, পাখির কলকতান, চা, বাগানের অপুর্ব সবুজ সৌন্দর্যে ভরপুর ঠিক তেমনি পান্না দত্তের কন্ঠেও স্বয়ং ভগবান দিয়েছেন প্রকৃতির এক অমৃত সুধা কন্ঠরস। মুহূর্তেই দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে যায় পান্নার গানে।

ছোট বেলায় পান্না দত্তের প্রার্থনা সংগীত শুনে এক কবি তার বাবা প্রেমসুখ দত্ত কে একটি উপহার দেন আর তা হলো এই মেয়েটির একটি অপার্থিব নাম “ত্রিবেনী”। যার অর্থ তীর্থস্থান।

শিল্পী পান্নার পারিবারিক নাম হলো ত্রিবেনী। পান্না এক স্বর্গীয় পাথরের নামের সাথে যুক্ত হলো ত্রিবেনী। বাহ্। সত্যিই ত্রিবেনী পান্না আজ একটি আলোকিত নাম।

৩০ আগষ্ট বিক্রমপুরে জন্ম। পরবর্তীতে গোপালগঞ্জ এ শিক্ষা জীবন শুরু। শ্রদ্ধেয় বিনয় ভক্তের কাছে সংগীতে হাতে খড়ি পরবর্তীতে ভরত মন্ডল, দুলাল কুন্ডু ও শংকর রায়ের কাছে তালিম নেন। স্কুল জীবনেই ত্রিবেনীর ঝুলিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ সহ স্বর্ন-পদক লাভ করেন।

তখন থেকেই নামের স্বার্থক বহন করে চলছেন ত্রিবেনী পান্না দও। বাবার ইচ্ছায় ঢাকায় এসে শিল্পী মেহেদী রওশনের নিকট সংগীতের তালিম নিতে শুরু করেন।
সংগীত নিয়েই পড়াশোনা সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে আই.মিউজ পাশ করেন এবং পরবর্তিতে ভারত সরকারের আই.সি.সি.আর স্কলারশিপ নিয়ে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ উচ্চাংগ সংগীতে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

তার এই পথ চলায় উপমহাদেশের অনেক গুনি শিল্পীর প্রভাব এবং সান্নিধ্য তাঁকে ঋদ্ধ করেছে। হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, স্বর্গীয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, স্বর্গীয় নিলুফার ইয়াসমিন, মরহুম খালিদ হোসন, মিতা হক, মাহমুদ সেলিম, প্রয়াত সুবির নন্দী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রয়াত কামাল লাহানী, ড. বিশ্বজিৎ রায়, হাসান ইমাম, লায়লা হাসান, সহ অনেক কে তিনি স্বরণ করেন শ্রদ্ধাভরে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অসীত মুখার্জি, নীহার রন্জন ব্যানার্জী, অলোক চ্যাটার্জী, কোয়েল দাস গুপ্ত নাহা তার জীবনের বড় পাথেয়।

বিশ্ববিদ্যালয়ের বাইরে পন্ডিত জয়ন্ত বোসের নিকট পাওয়া তালিম তাঁকে আরোও সমৃদ্ধ করেছে।

শিল্পী ত্রিবেনী পান্না মুলত একজন ক্লাসিক ঘরানার শিল্পী। নজরুল সংগীত, মেলোডি আধুনিক গান সহ ক্লাসিক মিশ্রিত যে কোন গান গেতে পছন্দ করেন। এ ক্ষেত্রে হিন্দি গজল, ও রবীন্দ্র সংগীত তাঁর পছন্দের তালিকায় সব সময়ই থাকে।

এ পর্যন্ত বেশ কটা মিক্সড এ্যালবামে কন্ঠ দিয়েছেন।শিল্পকলা থেকে নজরুল এর একটি মিক্সড এলবামে সিডি বের হয়েছে। সম্প্রতি বাংলার মুখ ইউটিউব চ্যানেলে নজরুেলর (তুমি আমার সকাল বেলার সুর)গানের একটি মিউজিক ভিডিও সম্প্রচারিত হয়েছে। পাশাপাশি জাগরণ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হতে প্রকাশিত প্রতিটি এ্যালবামের গানে কন্ঠ দিয়েছেন। সেই সাথে একটি নজরুল সংগীতের সিডির কাজে হাত দিয়েছেন পান্না ।

বাংলাদেশের সমস্ত স্যাটেলাইট চ্যানেল ছাড়াও কলকাতার দুরদর্শন, তারা টিভি, আকাশ টিভিতে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন ত্রিবেনী পান্না।

বাংলাদেশর পুরোনো সাংস্কৃতিক একাডেমি হিন্দোলের সংগীত শিক্ষক সহ একটি ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজের মিউজিক টিচার হিসেবে কাজ করে আসছেন তিনি ।

একজন ক্ল্যাসিক ঘরানার শিল্পী হিসেবে শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবার দৃঢ় প্রত্যয়ে নিজেকে উৎসর্গ করতে চান শিল্পী ত্রিবেনী পান্না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ