জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করায় মো. হরমুজ মুন্সী (৬৫) নামে এক কৃষকের পরিবারকে প্রাণনাশের হুমকি ও তাদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোহাম্মদ আলী (৬৫) ও তার ভাগিনা এলাজ উদ্দিন (৫০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. হরমুজ মুন্সী গত ১৭ আগস্ট রোববার বিকালে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিপক্ষের মোহাম্মদ আলী ও তার ভাগিনা এলাজ উদ্দিনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কৃষক মো. হরমুজ মুন্সি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, উপজেলার ভাতশালা (পূর্বহাটি) গ্রামের মৃত ধানু মিয়ার ছেলে মো. হামিদ মেম্বার গত ২০১৭ সালের ১৬ আগস্ট অষ্টগ্রাম সাব-রেজিস্ট্রী অফিসের মাধ্যমে ১৩৩৭নং দলিলমূলে একই গ্রামের মৃত হাজী আ. আহাদ মিয়ার ছেলে মোহাম্মদ আলীর নিকট থেকে করবা মৌজার, খতিয়ান সিএস- ৭৯০, আর.এস ১৩৯৩, চর্চা- ১৯৭৮, দাগ নং সি.এস ১৭০৮, আরএস ৪৬৮২, চর্চা- ৪৬৮২, শ্রেণি- কান্দা সহ আরো দুই দাগে মোট ৩০ শতাংশ জমি খরিদ করে উক্ত ভূমির মালিক দখলদার হন।
হরমুজ মুন্সি গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর মো. হামিদ মেম্বারের নিকট থেকে করবা মৌজার, খতিয়ান সিএস- ৭৯০, আর.এস ১৩৯৩, চর্চা- ১৯৭৮, দাগ নং সি.এস ১৭০৮, আরএস ৪৬৮২, চর্চা- ৪৬৮২, শ্রেণি- কান্দা এক দাগে মোট ২২ শতাংশ জমি অষ্টগ্রাম সাব-রেজিস্ট্রী অফিসের ১৮০৫ নং দানপত্র দলিলমূলে মালিক দখলদার হইয়া তাদের নামে খারিজ করেন এবং জমিতে চাষাবাদ করে ভোগ দখল করে থাকা অবস্থায় উক্ত ভূমি নিয়ে একই গ্রামের মৃত হাজী আ. আহাদ মিয়ার ছেলে ভূমি দস্যু নামে পরিচিত মোহাম্মদ আলী গত ২০২২ সালের ২১ ডিসেম্বর মাননীয় অতিরিক্ত জেলা হাকিম আদালত কিশোরগঞ্জে ওই জমির দলিল বাতিলের একটি মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং ১৮৩৮/২২। যাহা বর্তমানে বিচারাধীন।
তিনি অভিযোগ করে বলেন, তাদের ক্রয়কৃত ও দখলীয় জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৪ সালের ২০ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে মোহাম্মদ আলী একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিয়ে তাদের উপর হামলা করে মারধোর করার চেস্টা করে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর মো. হরমুজ মুন্সি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পর থেকে ভূমি দস্যু মোহাম্মদ আলী বিভিন্ন ভাবে তাকেসহ তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকীসহ তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের দখলীয় জমিতে যেতে বাধাগ্রস্থ করছে।
তাই প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করে তাদের জমি নিয়মিত ভোগ দখল করা ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. হরমুজ মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন হরমুজ মুন্সির মামাতো ভাই আবু কাশেম, হযরত আলী ও ছেলে মো. শাহ্ জামান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক নাদিরুজজামান আজমল, সহ-সাধারণ সম্পাদক মো. ঝুটন মিয়া, দপ্তর সম্পাদক মাহবুব আলম ও সদস্য আল আমিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।