পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেছেন, হস্ত ও কুটির শিল্পে উদ্যোক্তা তৈরি হলে অর্থনীতি সমৃদ্ধ হবে । পণ্য বিক্রির জন্য বিক্রয় কেন্দ্র তৈরি করা হবে। এসব কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ এগিয়ে যাবে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রপের যৌথ উদ্যোগে সরকারি কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য যুব র্যা্লি অনুষ্ঠিত হয়।‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হরি কমল মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন- পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃ রাকিব চৌধুরী,মাওলানা ও প্রশিক্ষণার্থী মাওলানা ইউনুছ ও সাংবাদিক জয়নাল আবেদীন।
যুব দিবসে শপথ বাক্য পাঠ, ৬ জনের মাঝে যুব ঋণের চেক ও ফলজ গাছের বিতরণ করেন অতিথিবৃন্দ।