নায়ক জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার হাইকোর্টের রায় স্থগিত করে আগামী চার সপ্তাহ পর ফুলকোর্টে শুনানীর আদেশ করেছেন চেম্বার আদালত। ৬ মার্চ, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে গনমাধ্যম কর্মীদের নিপুণ জানান, আমার যুদ্ধটা একজন অপশিল্পীর বিরুদ্ধে। এ সময় তার সাথে নায়ক সাইমন সাদিক, জেসমিন সহ শিল্পীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘আমি চেয়ারটা নিয়ে আসলেই যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা একজন অপশিল্পীর বিরুদ্ধে ও অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। সেখান থেকে আমাকে এক সময় বলা হয়েছিল কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুড়ে আমি যাতে অভিনয় করি। আমি এখনো কাজ করে যাচ্ছি। আমাকে যখন কোর্টের বারান্দায় নিতে বাধ্য করেছে সেহেতু আমি কোর্টেই যাবো। আমি গিয়েছি এবং মহামান্য কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ