ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে তারান্নুম আফরীনের দুটি গান। এর মধ্যে একটি তার একক গান, অন্যটিতে তার সঙ্গে ডুয়েট গেয়েছেন সামজ ভাই। তারান্নুম আফরীনের চাঁদনী রাতে গানটি মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান কামরুল মিডিয়ার ব্যানারে। গানটির কথা লিখেছেন নোমান শিবলু, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও মিউজিক করেছেন রিয়েল আশিক।
সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন রাইসা রিয়া ও রেহমান ফয়েজ। অন্যদিকে সামজ ভাইয়ের সঙ্গে ডুয়েট গান ‘সেলফিওয়ালী’ এর কথা লিখেছেন এনআই বুলবুল, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। ফিল্ম্যানিয়াকের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন আরজে অপূর্ব ও নওমী খান। দুই গান প্রসঙ্গে প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন বলেন, ‘এই গান দুটি ছাড়াও একাধিক গান তৈরি হয়েছে। ব্যস্ততার ফাঁক গলিয়ে চেষ্টা করি নিয়মিত গান করার। দুটি গান দুই রকম ফ্লেভারের। আমার সলো গানটি মেলোডধর্মী। অন্যদিকে ডুয়েট গানটি অনেকটা ফিল্মী প্যাটার্নের। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’ সেলফিওয়ালী গানটি মুক্তি পাচ্ছে ড. তারান্নুম আফরীন স্টুডিও থেকে মুক্তি পাচ্ছে।


























