“আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এই হোক গর্ব”এই স্লোগানকে সামনে রেখে শাহবাগ ইনকিলাব মঞ্চে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।
এ সময় বিসমিল্লাহ এন এম আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন বলেন,“প্রথমত আমরা শহীদ শরিফ উসমান হাদির হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করছি। হাদির স্বপ্ন ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নতুন বাংলাদেশ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে ইনকিলাব মঞ্চের পাশে থেকে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
অন্যদিকে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নীরা বলেন,“২৪ জুলাইয়ের বিপ্লবের সৈনিক শহীদ শরিফ উসমান হাদি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।”
তিনি আরও বলেন,“হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির কারণে ব্যাপক আলোচনায় আসেন। আমি ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আধিপত্যবাদ রোধ করতে চাই। আমরা শহীদ শরিফ উসমান হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করছি।”
ইনকিলাব মঞ্চে আন্দোলনকারীদের মাঝে পানি, বিস্কুট এবং কম্বল দেওয়া হয়।এ সময় সংগঠনে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএস../



















