কাশ্মীরে একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত সকলেই জঙ্গি সংঘঠন লস্করে তৈয়বার সদস্য। বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ওই বন্দুকযুদ্ধ হয়। ভিন্ন দুটি স্থানে চালানো অভিযানে ওই সন্দেহভাজনদের মৃত্যু হয়।
ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, গত বুধবার কাশ্মীরী টিকটক তারকা আমরিন ভাটকে বাড়িতে ঢুকে হত্যা করেছিল দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে বলে কাশ্মীরের পুলিশ দাবি করেছে। পুলিশের দাবি, ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। সেই জালেই আটকে পড়ে ওই দুই হত্যাকারী। বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে তারা নিহত হয়। দুইজনেই লস্করে তৈয়বার সদস্য। বৃহস্পতিবার রাতে আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, ওই দুই লস্কর সদস্যের কাছ থেকে একে ৫৬ রাইফেল, চারটি গুলিভরা ম্যাগাজিন এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে।
লস্কর কম্যান্ডার লতিফের নির্দেশে তারা একাজ করেছিল। শ্রীনগরের অদূরে আরেকটি বন্দুক যুদ্ধে আরো দুই লস্কর সদস্যের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গত দুই দিনে এক পুলিশ অফিসার এবং এক টিকটক তারকাকে ঘরে ঢুকে হত্যা করা হয়। পুলিশ অফিসারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট্ট মেয়ে। ঘটনায় সেই মেয়েটিও গুরুতর আহত হয়েছে। অন্যদিকে আমরিনের সঙ্গেও ছিল ১০ বছরের এক শিশু। ঘটনায় সেও আহত হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা আশঙ্কামুক্ত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ















