১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

কাজ না করলে বেতন হালাল হবে না : বিএসএমএমইউ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের নিজেদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা উচিত। আমরা যদি যথাযথভাবে সময় মতো কাজ না করি, তাহলে আমরা যে বেতন পাবো তা হালাল হবে না।

বুধবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউ-কে গুরুত্ব সহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন।

এসময় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প জননেত্রীর হাতে বাস্তবায়িত করার মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনরা, বিভাগীয় চেয়ারম্যানরা, পরিচালকরা ও অফিস প্রধানরা।

প্রসঙ্গত, ঈদের ছুটির মাঝেও গত ১১ জুলাই সোমবার বিশেষ ব্যবস্থায় রোগীদের সুবিধার্থে বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা ছিল। ঈদের ছুটিতেও সাধারণ জরুরি বিভাগ, বিভিন্ন বিভাগের জরুরি বিভাগগুলো ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু ছিল। এমনকি হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বন্ধের আগেই উপাচার্য শারফুদ্দিন আহমেদ বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয়

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কাজ না করলে বেতন হালাল হবে না : বিএসএমএমইউ ভিসি

প্রকাশিত : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের নিজেদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা উচিত। আমরা যদি যথাযথভাবে সময় মতো কাজ না করি, তাহলে আমরা যে বেতন পাবো তা হালাল হবে না।

বুধবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউ-কে গুরুত্ব সহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন।

এসময় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প জননেত্রীর হাতে বাস্তবায়িত করার মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনরা, বিভাগীয় চেয়ারম্যানরা, পরিচালকরা ও অফিস প্রধানরা।

প্রসঙ্গত, ঈদের ছুটির মাঝেও গত ১১ জুলাই সোমবার বিশেষ ব্যবস্থায় রোগীদের সুবিধার্থে বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা ছিল। ঈদের ছুটিতেও সাধারণ জরুরি বিভাগ, বিভিন্ন বিভাগের জরুরি বিভাগগুলো ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু ছিল। এমনকি হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বন্ধের আগেই উপাচার্য শারফুদ্দিন আহমেদ বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।