০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ফ্রান্সে প্রথমবার “বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ”

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের  পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে প্রথম বারের মত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২২আয়োজন করল ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব,এ প্রশিক্ষণে বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে ।

 

প্যারিসের সেন্ট ডেনিস এলাকার একটি অত্যাধুনিক হলে এই বুনিয়াদি প্রশিক্ষনে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম সংস্থা ডয়েচে ভেলে প্রধান ও  জনপ্রিয় টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীনউপস্থিত থেকে এই প্রশিক্ষণ প্রদান করেন।

 

 

 

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেকহোসেন সাইফুলের উপস্থাপনায় সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশদুতাবাসের মিনিস্টার (রাজনীতি )কাজী এহসানুল হক ।

 

বিশেষ অথিতি ছিলেন দুতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম।

 

সাংবাদিক  মহিউদ্দিন বলেন, সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে ,কারো কাছে মাথা নত করে নয় এবং সত্যের পথেহাঁটতে হবে।নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে। সাংবাদিকতা করতে হলে অবজেক্টিভ এবংসাবজেক্টিভ  দুইটা বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। সিঙ্গেল সোর্সের ভিত্তিতে কখনো সংবাদপ্রকাশ করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত ডাবল  সোর্সের  মাধ্যমে তথ্য সংগ্রহ এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হওয়া যাবে। কারোবিরুদ্ধে অভিযোগ থাকলে সে অভিযোগকারীর বক্তব্য নিতে হবে এবং ভিকটিমের বক্তব্য পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করতেহবে।

ট্যাগ :

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ফ্রান্সে প্রথমবার “বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ”

প্রকাশিত : ০৫:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের  পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে প্রথম বারের মত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২২আয়োজন করল ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব,এ প্রশিক্ষণে বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে ।

 

প্যারিসের সেন্ট ডেনিস এলাকার একটি অত্যাধুনিক হলে এই বুনিয়াদি প্রশিক্ষনে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম সংস্থা ডয়েচে ভেলে প্রধান ও  জনপ্রিয় টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীনউপস্থিত থেকে এই প্রশিক্ষণ প্রদান করেন।

 

 

 

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেকহোসেন সাইফুলের উপস্থাপনায় সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশদুতাবাসের মিনিস্টার (রাজনীতি )কাজী এহসানুল হক ।

 

বিশেষ অথিতি ছিলেন দুতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম।

 

সাংবাদিক  মহিউদ্দিন বলেন, সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে ,কারো কাছে মাথা নত করে নয় এবং সত্যের পথেহাঁটতে হবে।নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে। সাংবাদিকতা করতে হলে অবজেক্টিভ এবংসাবজেক্টিভ  দুইটা বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। সিঙ্গেল সোর্সের ভিত্তিতে কখনো সংবাদপ্রকাশ করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত ডাবল  সোর্সের  মাধ্যমে তথ্য সংগ্রহ এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হওয়া যাবে। কারোবিরুদ্ধে অভিযোগ থাকলে সে অভিযোগকারীর বক্তব্য নিতে হবে এবং ভিকটিমের বক্তব্য পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করতেহবে।