০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

খুলনার রূপসায় সন্ত্রাসী হামলার শিকার মাহমুদ হাসান শেলীর সংবাদ সম্মেলন

রূপসার দেয়াড়া গ্রামের সাইফুল ইসলাম, রানা শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।
সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার স্থানীয় মুদি দোকানদার মাহমুদ হাসান শেলী (৫২)। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মেয়ে ফাহমিদা খাতুন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা মোঃ কুদ্দুস শেখের ছেলে সন্ত্রাসী সাইফুল ইসলাম, তার বড় ভাই রানা শেখ ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত ৪ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সাইফুলের মাতা সাবিনা বেগম, চাচি লিপি বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য মাহমুদ হাসান শেলীর বসতবাড়িতে এসে মারপিট করার চেষ্টা করলে কৌশলে ঘর থেকে বেরিয়ে আইচগাতী পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। বসতঘরে না থাকায় এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। ফাঁড়িতে গিয়ে বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাকে জানালে তিনি রূপসা থানায় লিখিত অভিযোগ করতে বললে আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে ফাঁড়ির এসআই মোস্তাক ঘটনা¯’লে এসে পরিদর্শন করে চলে যান। চলে যাওয়ার কিছুসময় পর কুদ্দুস শেখের ছেলে সাইফুল ইসলাম, তার বড় ভাই রানা শেখ, মা সাবিনা বেগমসহ পরিবারের লোকজন আনুমানিক বেলা পৌনে ১টার দিকে আমার বাড়িতে এসে দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে সন্ত্রাসী সাইফুল তার বাহিনী নিয়ে আমার বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে বীরদর্পে চলে যায়। এর পর স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। ওইদিন বিকেল ৪টার দিকে রূপসা থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে আমার মামলা নেয়নি কর্তব্যরত কর্মকর্তা। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও এখনো বিচার পাইনি তিনি। বর্তমান পরিবার পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন তিনি।
সাইফুলের ফুফু রোকেয়া বেগম কাস্টমস এর একজন চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়ায় টাকার গরমে তার ছত্রছায়ায় থেকে সাইফুল ও তার পরিবারের লোকজন এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতেও সাহস পায়না। এলাকাবাসীও এ পরিবারের সদস্যদের হাত থেকে রেহাই পেতে চায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

কালিহাতীতে ১৩ লক্ষ টাকার চায়না জাল জব্দ

খুলনার রূপসায় সন্ত্রাসী হামলার শিকার মাহমুদ হাসান শেলীর সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৪:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

রূপসার দেয়াড়া গ্রামের সাইফুল ইসলাম, রানা শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।
সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার স্থানীয় মুদি দোকানদার মাহমুদ হাসান শেলী (৫২)। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মেয়ে ফাহমিদা খাতুন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা মোঃ কুদ্দুস শেখের ছেলে সন্ত্রাসী সাইফুল ইসলাম, তার বড় ভাই রানা শেখ ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত ৪ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সাইফুলের মাতা সাবিনা বেগম, চাচি লিপি বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য মাহমুদ হাসান শেলীর বসতবাড়িতে এসে মারপিট করার চেষ্টা করলে কৌশলে ঘর থেকে বেরিয়ে আইচগাতী পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। বসতঘরে না থাকায় এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। ফাঁড়িতে গিয়ে বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাকে জানালে তিনি রূপসা থানায় লিখিত অভিযোগ করতে বললে আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে ফাঁড়ির এসআই মোস্তাক ঘটনা¯’লে এসে পরিদর্শন করে চলে যান। চলে যাওয়ার কিছুসময় পর কুদ্দুস শেখের ছেলে সাইফুল ইসলাম, তার বড় ভাই রানা শেখ, মা সাবিনা বেগমসহ পরিবারের লোকজন আনুমানিক বেলা পৌনে ১টার দিকে আমার বাড়িতে এসে দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে সন্ত্রাসী সাইফুল তার বাহিনী নিয়ে আমার বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে বীরদর্পে চলে যায়। এর পর স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। ওইদিন বিকেল ৪টার দিকে রূপসা থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে আমার মামলা নেয়নি কর্তব্যরত কর্মকর্তা। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও এখনো বিচার পাইনি তিনি। বর্তমান পরিবার পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন তিনি।
সাইফুলের ফুফু রোকেয়া বেগম কাস্টমস এর একজন চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়ায় টাকার গরমে তার ছত্রছায়ায় থেকে সাইফুল ও তার পরিবারের লোকজন এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতেও সাহস পায়না। এলাকাবাসীও এ পরিবারের সদস্যদের হাত থেকে রেহাই পেতে চায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ