০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

দ্বন্দ্বের অবসান, মাত্র ৮ হলে রোশান-মাহির সেই ‘আশীর্বাদ’

চিত্রনায়ক রোশান ও নায়িকা মাহি অভিনীত সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’ নিয়ে জলঘোলা কম হয়নি। এর সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় রোশান-মাহিকে। তবে সিনেমা মুক্তির আগের রাতে তাদের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হয়।

অবশেষে শুক্রবার মুক্তি পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীবার্দ’। নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটি মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)-এর এই ৮টি সিনেমা চলবে মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘আশীবার্দ’।

মুক্তির দু’সপ্তাহ আগ থেকে পরিচালক মানিক ও রোশান-মাহি এক হয়ে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অবস্থান নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হন। প্রায় ১৫ দিন ধরে চলা সেই বিবাদ সিনেমাটি মুক্তির আগের রাতে (বৃহস্পতিবার) মিটিয়ে দেয় শিল্পী সমিতি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব সমাধানে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা।

পরে প্রযোজক জেনিফার বলেন, দুই গ্রুপের যেকোনো একজনের কারণে আমাদের কথাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন সে উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছি। সে আমার ছোট বোন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হবেই। ভুল বোঝাবুঝি ছিল, সেটার সমাধান হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবেন।

মাহিয়া মহি বলেন, শিল্পীকে যদি আদর করে কিছু বলা যায় তাহলে তার থেকে যেকোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব। জেনিফার আপুর সঙ্গে যা কিছু ঘটেছে সেটা কমিউনিকেশন গ্যাপের কারণে ঘটেছে। আজ সে বিষয়টি মীমাংসা হলো। যেহেতু কাল (শুক্রবার) সিনেমা মুক্তি পাচ্ছে, তাই বলবো আপনার সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।

‘আশীবার্দ’ রোশান-মাহি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

দ্বন্দ্বের অবসান, মাত্র ৮ হলে রোশান-মাহির সেই ‘আশীর্বাদ’

প্রকাশিত : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

চিত্রনায়ক রোশান ও নায়িকা মাহি অভিনীত সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’ নিয়ে জলঘোলা কম হয়নি। এর সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় রোশান-মাহিকে। তবে সিনেমা মুক্তির আগের রাতে তাদের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হয়।

অবশেষে শুক্রবার মুক্তি পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীবার্দ’। নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটি মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)-এর এই ৮টি সিনেমা চলবে মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘আশীবার্দ’।

মুক্তির দু’সপ্তাহ আগ থেকে পরিচালক মানিক ও রোশান-মাহি এক হয়ে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অবস্থান নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হন। প্রায় ১৫ দিন ধরে চলা সেই বিবাদ সিনেমাটি মুক্তির আগের রাতে (বৃহস্পতিবার) মিটিয়ে দেয় শিল্পী সমিতি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব সমাধানে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা।

পরে প্রযোজক জেনিফার বলেন, দুই গ্রুপের যেকোনো একজনের কারণে আমাদের কথাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন সে উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছি। সে আমার ছোট বোন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হবেই। ভুল বোঝাবুঝি ছিল, সেটার সমাধান হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবেন।

মাহিয়া মহি বলেন, শিল্পীকে যদি আদর করে কিছু বলা যায় তাহলে তার থেকে যেকোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব। জেনিফার আপুর সঙ্গে যা কিছু ঘটেছে সেটা কমিউনিকেশন গ্যাপের কারণে ঘটেছে। আজ সে বিষয়টি মীমাংসা হলো। যেহেতু কাল (শুক্রবার) সিনেমা মুক্তি পাচ্ছে, তাই বলবো আপনার সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।

‘আশীবার্দ’ রোশান-মাহি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ