০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বার্নিকাটের সঙ্গে আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনৈতিক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। এতে দুই সিটি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

তবে আওয়ামী লীগের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবি করেছেন।

বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তাষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।’

বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বার্নিকাটের সঙ্গে আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত : ১২:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

দেশের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনৈতিক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। এতে দুই সিটি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

তবে আওয়ামী লীগের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবি করেছেন।

বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তাষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।’

বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।