গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন বছরের শিশুকে অপহরণের ঘটনায় ভিকটিম হিসানকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ চাঁন মিয়াসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী, সীতাকুন্ড এবং কক্সবাজার সদর থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন হত্যা মামলায় জড়িত ০৭ জনকে গ্রেফতার করেছে র্যাব।

গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাজধানীর খিলগাঁও থানায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, .২২ এলআর এর ২৯০ রাউন্ড গুলি, ১টি খালি কার্টুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী আসাদুলকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কামরাঙ্গীচরে অভিযান পরিচালনা করে বাংলাদেশ পুলিশের লুন্ঠিত ০২টি সাউন্ড গ্রেনেড এবং ০২টি টিয়ার সেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এবং ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া ০১টি চায়না রাইফেল, ০১টি দেশী রাইফেল ও ০১টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব—১১ এর আভিযানিক দল।
গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি হেরোইন সাদৃশ্য মাদকসহ ০২ জন মাদক ব্যবসাীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে র্যাব পরিচয়ে নারায়নগঞ্জের ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনার অন্যতম আসামী বেল্লাল খান তুহীন কে গ্রেফতার করেছে র্যাব।
এছাড়াও গত ০১ জানুয়ারি ২০২৬ হতে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধে প্রায় ১ হাজার ২০০ জন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব।
বিকালে র্যাবের মিডিয়া সেন্টার কাওরানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক,এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি আরো বলেন,আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আশার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে মহাপরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
ডিএস./

























