০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

শোষিত-মেহনতি মানুষের জন্য আমার রাজনীতি: প্রধানমন্ত্রী

‘শ্রমিকদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিল্পোন্নয়নের পাশাপাশি শ্রমিকের ভাগ্যোন্নয়নেও কাজ করছে সরকার। জাতির জনক যেভাবে মানুষের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আমিও দেশের মানুষের জন্য কাজ করছি।’

মঙ্গলবার (১ মে) বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পরিত্যক্ত সব কলকারখানা চালু করেছিলেন। তিনি মে দিবসের ছুটিও ঘোষণা করেছিলেন। শোষিত, বঞ্চিত ও শ্রমিকের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।’

‘তার পথ অনুসরণ করে বর্তমান সরকারও কাজ করছে’ জানান শেখ হাসিনা। বলেন, ‘আমরা দেশের শোষিত, খেটে খাওয়া ও মেহনতি মানুষের জন্য কাজ করছি। তেলে মাথায় তেল দিতে আসিনি।’

‘শিল্প প্রতিষ্ঠানে শান্তি, শ্রমিকরা যেন উৎপাদনমুখী হয় এবং পোশাক খাতের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আমার রাজনীতিই শ্রমিক শোষিত মেহনতি মানুষের জন্য। নারী শ্রমিকদের জন্য যত কিছু দরকার আমরা করেছি। বন্ধ থাকা শিল্প কারখানা গুলোও পর্যায়ক্রমে চালু হবে।’

‘পোশাক খাতের দু’একটি দুর্ঘটনার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যেন আর এমন অবস্থায় পড়তে না হয়, সে লক্ষ্যে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

‘বিদেশিদের কাছে নালিশ’ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ‘কিছু হলেই দেশের বাইরে গিয়ে বদনাম করা যে দেশের ভাবমূর্তির জন্য কতোটা ক্ষতিকর, তারা তা বোঝেন না। শুধু নালিশিই করেন। আমি একটা কথা বলে দিতে চাই, বাইরে কারও কাছে নালিশ করে কোনও সুবিধা হবে না।’

এসময় বিএনপির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রমজানে শ্রমিকদের বুকে গুলি চালিয়েছিল বিএনপি।’

এসময় বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দালালের খপ্পরে পড়ে কেউ যেন সোনার হরিণ ধরতে গিয়ে বিপদে না পড়েন, সে দিকে খেয়াল রাখতে হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

শোষিত-মেহনতি মানুষের জন্য আমার রাজনীতি: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

‘শ্রমিকদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিল্পোন্নয়নের পাশাপাশি শ্রমিকের ভাগ্যোন্নয়নেও কাজ করছে সরকার। জাতির জনক যেভাবে মানুষের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আমিও দেশের মানুষের জন্য কাজ করছি।’

মঙ্গলবার (১ মে) বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পরিত্যক্ত সব কলকারখানা চালু করেছিলেন। তিনি মে দিবসের ছুটিও ঘোষণা করেছিলেন। শোষিত, বঞ্চিত ও শ্রমিকের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।’

‘তার পথ অনুসরণ করে বর্তমান সরকারও কাজ করছে’ জানান শেখ হাসিনা। বলেন, ‘আমরা দেশের শোষিত, খেটে খাওয়া ও মেহনতি মানুষের জন্য কাজ করছি। তেলে মাথায় তেল দিতে আসিনি।’

‘শিল্প প্রতিষ্ঠানে শান্তি, শ্রমিকরা যেন উৎপাদনমুখী হয় এবং পোশাক খাতের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আমার রাজনীতিই শ্রমিক শোষিত মেহনতি মানুষের জন্য। নারী শ্রমিকদের জন্য যত কিছু দরকার আমরা করেছি। বন্ধ থাকা শিল্প কারখানা গুলোও পর্যায়ক্রমে চালু হবে।’

‘পোশাক খাতের দু’একটি দুর্ঘটনার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যেন আর এমন অবস্থায় পড়তে না হয়, সে লক্ষ্যে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

‘বিদেশিদের কাছে নালিশ’ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ‘কিছু হলেই দেশের বাইরে গিয়ে বদনাম করা যে দেশের ভাবমূর্তির জন্য কতোটা ক্ষতিকর, তারা তা বোঝেন না। শুধু নালিশিই করেন। আমি একটা কথা বলে দিতে চাই, বাইরে কারও কাছে নালিশ করে কোনও সুবিধা হবে না।’

এসময় বিএনপির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রমজানে শ্রমিকদের বুকে গুলি চালিয়েছিল বিএনপি।’

এসময় বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দালালের খপ্পরে পড়ে কেউ যেন সোনার হরিণ ধরতে গিয়ে বিপদে না পড়েন, সে দিকে খেয়াল রাখতে হবে।’