০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

পরশুরামে আগুনে পুড়ে ছাই ৫ হাজারের অধিক বনজ গাছ

পরশুরাম পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামে ভারতের সীমানার কাছাকাছি ২১৬৫ পিলারের( ৫–S) অধিনে বানিজ্যিক ভাবে লাগলো ১০/১২ পরিবারের বানিজ্যিক ভাবে লাগলো ২০ একরের বিশাল এরিয়ার বনজ গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্থানীয়দের ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। বেশির ভাগ গাছ ছিল বিক্রি করার মতো উপযোগী। পরশুরাম পৌর সভার স্থানীয় কাউন্সীলর সুমন ফেনীর সময় কে জানান, থানায় একটি জিডি হয়েছে। কিন্তু নির্দিষ্ট কারোর নাম উল্লেখ করা যায় নি।কেউই দেখে নি। কার নামে মামলা করবো।স্থানীয় এলাকার বাসীর প্রায় ১০/১২ পরিবারের ৫ হাজার মূল্যবান জাতের গাছ আগুনে পুড়ে ছাই। বেশির ভাগ বেলজিয়াম, আকাশি জাতের গাছ।

পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবু সাঈদ জানান বিক্রি করার সময় হয়েছে এমন গাছও পুড়ে ছাই। মনকে বুঝাতে পারছি অনেক সখের বসে আমি এই বাগান করছিলাম যার বর্তমান মূল্য ৮/৯ লক্ষ টাকা লাগতো। মোহাম্মদ আহমদ উল্ল্যাহ চৌধুরী বাদি হয়ে গতকাল ৫ ফেব্রুয়ারী একটি জিডি করেন। ডিজি নং ১৯৬।এতে উল্লেখ করা হয় মোহাম্মদ আহমেদ উল্ল্যাহ ২ একর পাহাড়ি জমিতে আকাশী জাতের গাছ ছিল সব গাছ ৩রা ফেব্রুয়ারী বিকেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বিভিন্ন জাতের গাছ পুড়িয়ে ছাই করে পেলে। এছাড়া আরও অনেকের বাগানও ছিল। সবাইর গাছ পুড়ে ছাই হয়ে গেছে। যেদিকে তাকাই ছাই আর ছাই।সরেজমিনে ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায় বাঁশ পদুয়া গ্রামের প্রায় ১০/১২ পরিবারের অনাবাদি পাহাড়ি জমিতে আকাশী, বেলজিয়াম জাতের গাছের বাগান ছিল।

বেশির ভাগ বাগানের গাছ বিক্রি করার উপযুক্ত ছিল।এছাড়া বাগানের আরও মালিকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্ণর পিকে মেজবাহ উদ্দিন চৌধুরী , শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক এজিএম সাইফুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবেক সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান চৌধুরী তাদের সবাই ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরশুরাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন চৌধুরী ফেনীর সময় কে এক একর জমিনের উপর বাগান করছি।দু,এক বছরের মধ্য বিক্রি করতে পারতাম। তিন থেকে চারশত গাছ বিক্রি করার মতো উপযুক্ত ছিল। কম পক্ষে ৭/৮ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান বিজিবি দের সঠিক তদারকি অভাব রয়েছে। তারা সক্রিয় কোনো ভুমিকা রাখেনা। বাংলাদেশে একটি বিজিবি ক্যাম্পের অধিনে ভারতের তিনট বিএসএফ এর ক্যাম্প রয়েছে।এদিক দিয়ে আমাদের বিজিবি সদস্য সংখ্যা অনেক কম।

কিছু আগে মেজবাহ উদ্দিন নামে একজন দরিদ্র কৃষক কে নিয়ে বিএসএফ হত্যা করে। এতে এখনো কোনো সমাধান হয়নি। ভারতের সীমানায় চোরা কারবারি বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তাদের দ্বারা সব সম্ভব।

পরশুরাম উপজেলা বনজ কর্মকর্তা ফারুক হোসেন জানান দূর্বৃত্তরা আগুন দিয়ে ৫ হাজারের অধিক গাছ পুড়িয়ে ছাই করে পেলছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। এটি খুবই দুঃখ জনক। একটি গাছ বড়ো করে বিক্রি করতে অনেক সময় লাগে। কিন্তু বড়ো দুঃখ বেশির ভাগ গাছ বিক্রি করার উপযুক্ত ছিল। এটা মেনে নেওয়া যায় না। সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে বিচার করা হোক।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান বাঁশ পদুয়া গ্রামে আগুনে পুড়ে গাছ ছাই হয়ে গেছে। এটা নিশ্চিত হয়েছেন।এই ঘটনা একটি জিডি হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ না থাকায় সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

পরশুরামে আগুনে পুড়ে ছাই ৫ হাজারের অধিক বনজ গাছ

প্রকাশিত : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

পরশুরাম পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামে ভারতের সীমানার কাছাকাছি ২১৬৫ পিলারের( ৫–S) অধিনে বানিজ্যিক ভাবে লাগলো ১০/১২ পরিবারের বানিজ্যিক ভাবে লাগলো ২০ একরের বিশাল এরিয়ার বনজ গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্থানীয়দের ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। বেশির ভাগ গাছ ছিল বিক্রি করার মতো উপযোগী। পরশুরাম পৌর সভার স্থানীয় কাউন্সীলর সুমন ফেনীর সময় কে জানান, থানায় একটি জিডি হয়েছে। কিন্তু নির্দিষ্ট কারোর নাম উল্লেখ করা যায় নি।কেউই দেখে নি। কার নামে মামলা করবো।স্থানীয় এলাকার বাসীর প্রায় ১০/১২ পরিবারের ৫ হাজার মূল্যবান জাতের গাছ আগুনে পুড়ে ছাই। বেশির ভাগ বেলজিয়াম, আকাশি জাতের গাছ।

পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবু সাঈদ জানান বিক্রি করার সময় হয়েছে এমন গাছও পুড়ে ছাই। মনকে বুঝাতে পারছি অনেক সখের বসে আমি এই বাগান করছিলাম যার বর্তমান মূল্য ৮/৯ লক্ষ টাকা লাগতো। মোহাম্মদ আহমদ উল্ল্যাহ চৌধুরী বাদি হয়ে গতকাল ৫ ফেব্রুয়ারী একটি জিডি করেন। ডিজি নং ১৯৬।এতে উল্লেখ করা হয় মোহাম্মদ আহমেদ উল্ল্যাহ ২ একর পাহাড়ি জমিতে আকাশী জাতের গাছ ছিল সব গাছ ৩রা ফেব্রুয়ারী বিকেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বিভিন্ন জাতের গাছ পুড়িয়ে ছাই করে পেলে। এছাড়া আরও অনেকের বাগানও ছিল। সবাইর গাছ পুড়ে ছাই হয়ে গেছে। যেদিকে তাকাই ছাই আর ছাই।সরেজমিনে ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায় বাঁশ পদুয়া গ্রামের প্রায় ১০/১২ পরিবারের অনাবাদি পাহাড়ি জমিতে আকাশী, বেলজিয়াম জাতের গাছের বাগান ছিল।

বেশির ভাগ বাগানের গাছ বিক্রি করার উপযুক্ত ছিল।এছাড়া বাগানের আরও মালিকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্ণর পিকে মেজবাহ উদ্দিন চৌধুরী , শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক এজিএম সাইফুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবেক সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান চৌধুরী তাদের সবাই ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরশুরাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন চৌধুরী ফেনীর সময় কে এক একর জমিনের উপর বাগান করছি।দু,এক বছরের মধ্য বিক্রি করতে পারতাম। তিন থেকে চারশত গাছ বিক্রি করার মতো উপযুক্ত ছিল। কম পক্ষে ৭/৮ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান বিজিবি দের সঠিক তদারকি অভাব রয়েছে। তারা সক্রিয় কোনো ভুমিকা রাখেনা। বাংলাদেশে একটি বিজিবি ক্যাম্পের অধিনে ভারতের তিনট বিএসএফ এর ক্যাম্প রয়েছে।এদিক দিয়ে আমাদের বিজিবি সদস্য সংখ্যা অনেক কম।

কিছু আগে মেজবাহ উদ্দিন নামে একজন দরিদ্র কৃষক কে নিয়ে বিএসএফ হত্যা করে। এতে এখনো কোনো সমাধান হয়নি। ভারতের সীমানায় চোরা কারবারি বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তাদের দ্বারা সব সম্ভব।

পরশুরাম উপজেলা বনজ কর্মকর্তা ফারুক হোসেন জানান দূর্বৃত্তরা আগুন দিয়ে ৫ হাজারের অধিক গাছ পুড়িয়ে ছাই করে পেলছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। এটি খুবই দুঃখ জনক। একটি গাছ বড়ো করে বিক্রি করতে অনেক সময় লাগে। কিন্তু বড়ো দুঃখ বেশির ভাগ গাছ বিক্রি করার উপযুক্ত ছিল। এটা মেনে নেওয়া যায় না। সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে বিচার করা হোক।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান বাঁশ পদুয়া গ্রামে আগুনে পুড়ে গাছ ছাই হয়ে গেছে। এটা নিশ্চিত হয়েছেন।এই ঘটনা একটি জিডি হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ না থাকায় সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব