০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

‘হ্যামিল্টন এ একটা বৈঠকী গানের আসরের তৃষ্ণা জেগে উঠলো’

প্রখ্যাত কণ্ঠশিল্পী কনক চাঁপা। পুরো নাম রুমানা মোর্শেদ কনক চাঁপা। যার কণ্ঠের অসংখ্য গান গেয়ে মানুষের হৃদয়ে বসবাস করছেন।
দেশের গণ্ডি পেরিয়ে তার সুনাম বিশ্বের বাংলা ভাষা ভাসি মাঝে ছড়িয়ে আছে। কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। অনেকদিন হল দেশে নেই জনপ্রিয় এই শিল্পী। তিনি কানাডায় অবস্থান করছেন।

কানাডার হ্যামিল্টন শহরে একটি অনুষ্ঠান করতে গিয়ে সেখানকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, কানাডার হ্যামিল্টন শহরে আমি এবারই প্রথম গেলাম। খুব অল্প সংখ্যক বাংলাদেশী মানুষের বসবাস সেখানে। গান গাইতে গিয়ে উপলব্ধি করলাম অনেক সময়ই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো। হলে হয়তো পাঁচশো শ্রোতা ছিলেন কিন্তু তাঁরা শ্রবণে এমন ডুব দিলেন যেন আমি ছাড়া মঞ্চে আর কেউ নেই ।

আমি মানসপটে দেখতে পেলাম যেন আব্বা সামনে বসে আছেন আর বলছেন মাগো, সন্ধ্যা মুখোপাধ্যায় ধরো আর ধনঞ্জয় ধরো, মাগো,গানে মোর কোন ইন্দ্রধনু ধরো! আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখ মেলে দেখি একদম সামনের সারিতে নিবিষ্ট মনে গান শুনছেন বাংলাদেশের জাঁদরেল অভিনয় শিল্পী শ্রদ্ধেয় আরিফুল হক সাহেব,উনি এখানে থাকেন এখন । আমি খুব সাবধান হয়ে গেলাম। আমি জানি উনি প্রথমত একজন কণ্ঠশিল্পী। জাতশিল্পী যাকে বলে। তাঁর সামনে কোন ভুল হওয়া যাবে না।

দর্শক কিছু আনকমন গানের অনুরোধ করছিলেন কিন্তু আমার যন্ত্রজাদুকর ভাইদের সাথে সঙ্গত না থাকায় আমার গানের পাখা স্বাধীন বাতাসে মেলতে দ্বিধা হচ্ছিল। তবুও কিন্তু পল্লীগীতি, লালনের গান দেশের গান গাইলাম। খুব ইচ্ছা হচ্ছিল ভজন ঠুমরী গাইতে কিন্তু বুঝতে পারছিলাম না কি করা উচিত।

দর্শক সারি থেকে আরিফুল হক সাহেব এর পুত্র সানজার আরিফ পিয়াল ভাইকে ডেকে একটা ডুয়েট গাইলাম। ভদ্রলোক আড়ষ্ট ভাব কাটাতেন পারছিলেন না।
যাইহোক, কানাডার দুটো প্রোগ্রামই আমাকে পরিতুষ্ট করে দিলো কিন্তু এই হ্যামিল্টন এ একটা বৈঠকী গানের আসরের তৃষ্ণা জেগে উঠলো। এই অনুষ্ঠানের মুসাদ্দেক ভাই সহ সকল আয়োজকদের জন্য আমার শুভকামনা রইলো। তারা খুব গোছানো একটি অনুষ্ঠান করলেন সফল ভাবে।
একটা সফল অনুষ্ঠান করার পরেই আরও ভালো গাইবার তৃষ্ণা জাগে, আর এই তৃষ্ণাতেই একজন শিল্পী বাঁচে। ও আল্লাহ, কতই তুমি দিলা আমায় বিনা কারণে!

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

‘হ্যামিল্টন এ একটা বৈঠকী গানের আসরের তৃষ্ণা জেগে উঠলো’

প্রকাশিত : ০৯:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

প্রখ্যাত কণ্ঠশিল্পী কনক চাঁপা। পুরো নাম রুমানা মোর্শেদ কনক চাঁপা। যার কণ্ঠের অসংখ্য গান গেয়ে মানুষের হৃদয়ে বসবাস করছেন।
দেশের গণ্ডি পেরিয়ে তার সুনাম বিশ্বের বাংলা ভাষা ভাসি মাঝে ছড়িয়ে আছে। কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। অনেকদিন হল দেশে নেই জনপ্রিয় এই শিল্পী। তিনি কানাডায় অবস্থান করছেন।

কানাডার হ্যামিল্টন শহরে একটি অনুষ্ঠান করতে গিয়ে সেখানকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, কানাডার হ্যামিল্টন শহরে আমি এবারই প্রথম গেলাম। খুব অল্প সংখ্যক বাংলাদেশী মানুষের বসবাস সেখানে। গান গাইতে গিয়ে উপলব্ধি করলাম অনেক সময়ই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো। হলে হয়তো পাঁচশো শ্রোতা ছিলেন কিন্তু তাঁরা শ্রবণে এমন ডুব দিলেন যেন আমি ছাড়া মঞ্চে আর কেউ নেই ।

আমি মানসপটে দেখতে পেলাম যেন আব্বা সামনে বসে আছেন আর বলছেন মাগো, সন্ধ্যা মুখোপাধ্যায় ধরো আর ধনঞ্জয় ধরো, মাগো,গানে মোর কোন ইন্দ্রধনু ধরো! আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখ মেলে দেখি একদম সামনের সারিতে নিবিষ্ট মনে গান শুনছেন বাংলাদেশের জাঁদরেল অভিনয় শিল্পী শ্রদ্ধেয় আরিফুল হক সাহেব,উনি এখানে থাকেন এখন । আমি খুব সাবধান হয়ে গেলাম। আমি জানি উনি প্রথমত একজন কণ্ঠশিল্পী। জাতশিল্পী যাকে বলে। তাঁর সামনে কোন ভুল হওয়া যাবে না।

দর্শক কিছু আনকমন গানের অনুরোধ করছিলেন কিন্তু আমার যন্ত্রজাদুকর ভাইদের সাথে সঙ্গত না থাকায় আমার গানের পাখা স্বাধীন বাতাসে মেলতে দ্বিধা হচ্ছিল। তবুও কিন্তু পল্লীগীতি, লালনের গান দেশের গান গাইলাম। খুব ইচ্ছা হচ্ছিল ভজন ঠুমরী গাইতে কিন্তু বুঝতে পারছিলাম না কি করা উচিত।

দর্শক সারি থেকে আরিফুল হক সাহেব এর পুত্র সানজার আরিফ পিয়াল ভাইকে ডেকে একটা ডুয়েট গাইলাম। ভদ্রলোক আড়ষ্ট ভাব কাটাতেন পারছিলেন না।
যাইহোক, কানাডার দুটো প্রোগ্রামই আমাকে পরিতুষ্ট করে দিলো কিন্তু এই হ্যামিল্টন এ একটা বৈঠকী গানের আসরের তৃষ্ণা জেগে উঠলো। এই অনুষ্ঠানের মুসাদ্দেক ভাই সহ সকল আয়োজকদের জন্য আমার শুভকামনা রইলো। তারা খুব গোছানো একটি অনুষ্ঠান করলেন সফল ভাবে।
একটা সফল অনুষ্ঠান করার পরেই আরও ভালো গাইবার তৃষ্ণা জাগে, আর এই তৃষ্ণাতেই একজন শিল্পী বাঁচে। ও আল্লাহ, কতই তুমি দিলা আমায় বিনা কারণে!

বিজনেস বাংলাদেশ/ bh