০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

এ উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না।

এদিন আসনটির উপ-নির্বাচন ছাড়াও ৭৮টি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট হয়েছে। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে ঢাকা-১৭ আসনে ভোট শুরুর পর থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকাল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়।

আজ সোমবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকাল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত : ০৪:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

এ উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না।

এদিন আসনটির উপ-নির্বাচন ছাড়াও ৭৮টি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট হয়েছে। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে ঢাকা-১৭ আসনে ভোট শুরুর পর থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকাল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়।

আজ সোমবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকাল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’

বিজনেস বাংলাদেশ/ bh