০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী বছরের ২৪ জানুয়ারি দেশটিতে ভোট হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় আদমশুমারি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। এর ফলে কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। যে কারণে সাধারণ নির্বাচন চলতি বছরে অনুষ্ঠান করা সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন।

ইসিপি বলেছে, আগামী নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে ভোটের তারিখ কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ৫৪ দিনে মনোনয়ন দাখিল, প্রার্থিতা যাচাই-বাছাই ও প্রচারণার কাজ চলবে। নির্বাচনী প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, গত আগস্টে পাকিস্তানের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র: ডন, রয়টার্স।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

স্কুল শিক্ষার্থীকে গলা কেটে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর আসামি মিলন মল্লিক’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী বছরের ২৪ জানুয়ারি দেশটিতে ভোট হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় আদমশুমারি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। এর ফলে কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। যে কারণে সাধারণ নির্বাচন চলতি বছরে অনুষ্ঠান করা সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন।

ইসিপি বলেছে, আগামী নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে ভোটের তারিখ কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ৫৪ দিনে মনোনয়ন দাখিল, প্রার্থিতা যাচাই-বাছাই ও প্রচারণার কাজ চলবে। নির্বাচনী প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, গত আগস্টে পাকিস্তানের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র: ডন, রয়টার্স।

বিজনেস বাংলাদেশ/bh