হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিকৃত পশ্চিম তীরে আব্বাসের গাড়িবহরে হামলা চালানো হয়েছে, এ সময় তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।
সম্প্রতি এ খবর জানিয়েছে তুরস্কের গণমাধ্যম তুর্কি নিউজপেপার।
প্রতিবেদনে বলা হয়, ‘সন্স অফ আবু জান্দাল’ নামের এক সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার দুইদিন আগে রোববার (৫ নভেম্বর) সশস্ত্র বাহিনীটি মাহমুদ আব্বাসকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার আব্বাসের গাড়িবহরে হামলা চালানো হয়। সংঘর্ষে আব্বাসের এক দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার দিনই রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আব্বাস। বৈঠকে আব্বাস গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকরের দাবি জানালেও এ বিষয়ে রাজি হননি ব্লিঙ্কেন। এছাড়া গাজায় অব্যাহত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার দাবি জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
এর আগে এক বিবৃতিতে মাহমুদ আব্বাস জানিয়েছিল যে, হামাস ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি
























