বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত দিতে কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে কুইবেকে হোটেল চাতিউ ফ্রন্তেনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
নূর চৌধুরীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী কানাডায় বসবাস করছেন। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। বাংলাদেশের আদালতে তিনি সাজাপ্রাপ্ত।’
এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি আপনার কষ্টটা বুঝি। নূর চৌধুরীর কানাডায় কোনো সিটিজেন স্ট্যাটাস নেই। তিনি কানাডার নাগরিক না।’
এটি কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে কানাডা সরকারের কর্মকর্তারা কাজ করছে বলে শেখ হাসিনাকে জানান ট্রুডো।
কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার (৮ জুন) দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।






















