বিজনেস বাংলাদেশ/এমএইচটি
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে বাসের সংখ্যা ১৫৫টি।
আজ বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এক মাসের বেশি সময়ের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৩টি বাহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস জানায়, পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক রয়েছে। এছাড়া ২১টি কভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে তারা। এসব আন্দোলন কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে অগ্নি নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।


























