১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

এখন পর্যন্ত ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বিদেশিদের ভিসা ছাড়পত্র ও অ্যাক্রেডিটেশন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট ৮টি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, ১৫৬ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তাছাড়া আসন্ন নির্বাচন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, এনএসআই, এবং ডিজিএফআই-এর প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা করবে ইসি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই হয়ে এলে তার ভিত্তিতে অনুমোদন দেবে কমিশন। সে অনুযায়ী তারা ভিসা পাবেন।

এ দিকে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় সীমাও শেষ হয়েছে ১৬ ডিসেম্বর। তাদের আবেদনগুলোও যাচাই-বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেবে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) হবে প্রতীক বরাদ্দ। ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

প্রকাশিত : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

এখন পর্যন্ত ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বিদেশিদের ভিসা ছাড়পত্র ও অ্যাক্রেডিটেশন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট ৮টি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, ১৫৬ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তাছাড়া আসন্ন নির্বাচন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, এনএসআই, এবং ডিজিএফআই-এর প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা করবে ইসি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই হয়ে এলে তার ভিত্তিতে অনুমোদন দেবে কমিশন। সে অনুযায়ী তারা ভিসা পাবেন।

এ দিকে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় সীমাও শেষ হয়েছে ১৬ ডিসেম্বর। তাদের আবেদনগুলোও যাচাই-বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেবে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) হবে প্রতীক বরাদ্দ। ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ