নির্বাচনী বিধি লঙ্ঘন কিংবা সহিংস ঘটনা ঘটালে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে বলা হয়েছে, ভোট প্রতিহত করার অধিকার কারো নেই। কেউ প্রতিহতের চেষ্টা করলে সাত বছরের জেল হবে। এদিকে ইসির সিদ্ধান্তে দায়িত্বে অবহেলার কারণে ঝিনাইদহের দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঝিনাইদহের দুই ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত ছাড়াও নির্বাচনী মাঠে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ভোট প্রতিহত করার ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়।
বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, কোনো শঙ্কা, ভয়-ভীতি বা আনুকূল্য নেই। নির্বাচনীবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম। এ ক্ষেত্রে হেভিওয়েট বলে কিছু নেই, যার বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছে না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান বলেন, আমরা যে তথ্য পাচ্ছি, তাতে একমত হতে পারছি না।
এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজও কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরো কিছু তথ্য চেয়েছি। তথ্য পেলে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























