০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ ঘটিকার সময় নওগাঁ সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা প্রতিক), পৌর-লীগ সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সক্রিয় কর্মী সাবেক পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ  এহসান রেজা রেঞ্জা (৫০) কে তিলকপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষে মোটরবাইক যোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলর বাইপাস সড়ক সংলগ্ন আলহেরা অটো রাইস মিলের সামনে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুবৃর্ত্ত পেছন থেকে এহসান রেজা রেঞ্জার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হেলমেট, মাস্ক পরিহিত ছিল।

নওগাঁ পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সরোয়ার তানজিদ সম্রাট জানান, রাত সরে ৮ টার সময় রেন্জা চাচা নিজে রক্তাক্ত জখম অবস্থায় মোটর সাইকেল চালিয়ে এসে আমার সামনে পড়ে যায় আমি তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রেঞ্জা’ কে নির্বাচনি প্রচার এর শুরু থেকে তার মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা ছেকার আহমেদ শিষাণ এর প্রচারণা করতে নিষেধ করে ও প্রাণনাশের  হুমকি দেয়। আমার ধারণা আমাদের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে, তাকে প্রাণনাস করার উদ্দেশ্যেই হামলা করেছিল। রেঞ্জার চিকিৎসা চলছে এখনো তার জ্ঞান ফিরেনি, জ্ঞান ফেরার পরে তার মুখে হামলার বিষয়ে সব কিছু শুনে আমরা মামলা করবো।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ জানান, এহসান রেজা রেঞ্জা ভোটের শুরু থেকেই আমার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আমার নির্বাচনী সমর্থক  হিসেবে কাজ করছেন। আজ বিকালে আমার আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে তিলকপুর ইউনিয়ন এলাকায় প্রচারণা শেষ করে ফেরার পথে দুই-তিনটি মোটরসাইকেলে মুখোশ পরিহিত  অস্ত্রধারী সন্ত্রাসীরা তার উপর  হামলা চালায়। তাঁর হাতে, পায়ে সহ কয়েকটি স্থানে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।’ তার মাথায় হেলমেট থাকায় মাথায় কোন আঘাত লাগেনি।

দেওয়ান ছেকার আহমেদ শিষাণ আরো বলেন, ‘হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। তাদের লোকজন উপজেলার বর্ষাইল ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন চন্ডিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় কয়েকদিন পৃথকভাবে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায় ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেছে। তারা আমার প্রিয় কর্মী ও সমর্থক রেঞ্জা কে হত্যা করার উদ্দেশ্যেই হামলা করেছিল বলে আমার ধারণা। পূর্বের হামলাগুলোতে আমাদের কর্মীরা আহত হয়েছে সেগুলো আমরা মামলা করিনি তবে আজকের ঘটনাটা অবশ্যই মামলা করবো। রেঞ্জার জ্ঞান ফিরলে ঘটনাটি বিস্তারিত শুনে জেনে মামলা করা হবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন ঘটনার কথা শুনেছি এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

প্রকাশিত : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ ঘটিকার সময় নওগাঁ সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা প্রতিক), পৌর-লীগ সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সক্রিয় কর্মী সাবেক পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ  এহসান রেজা রেঞ্জা (৫০) কে তিলকপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষে মোটরবাইক যোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলর বাইপাস সড়ক সংলগ্ন আলহেরা অটো রাইস মিলের সামনে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুবৃর্ত্ত পেছন থেকে এহসান রেজা রেঞ্জার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হেলমেট, মাস্ক পরিহিত ছিল।

নওগাঁ পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সরোয়ার তানজিদ সম্রাট জানান, রাত সরে ৮ টার সময় রেন্জা চাচা নিজে রক্তাক্ত জখম অবস্থায় মোটর সাইকেল চালিয়ে এসে আমার সামনে পড়ে যায় আমি তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রেঞ্জা’ কে নির্বাচনি প্রচার এর শুরু থেকে তার মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা ছেকার আহমেদ শিষাণ এর প্রচারণা করতে নিষেধ করে ও প্রাণনাশের  হুমকি দেয়। আমার ধারণা আমাদের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে, তাকে প্রাণনাস করার উদ্দেশ্যেই হামলা করেছিল। রেঞ্জার চিকিৎসা চলছে এখনো তার জ্ঞান ফিরেনি, জ্ঞান ফেরার পরে তার মুখে হামলার বিষয়ে সব কিছু শুনে আমরা মামলা করবো।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ জানান, এহসান রেজা রেঞ্জা ভোটের শুরু থেকেই আমার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আমার নির্বাচনী সমর্থক  হিসেবে কাজ করছেন। আজ বিকালে আমার আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে তিলকপুর ইউনিয়ন এলাকায় প্রচারণা শেষ করে ফেরার পথে দুই-তিনটি মোটরসাইকেলে মুখোশ পরিহিত  অস্ত্রধারী সন্ত্রাসীরা তার উপর  হামলা চালায়। তাঁর হাতে, পায়ে সহ কয়েকটি স্থানে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।’ তার মাথায় হেলমেট থাকায় মাথায় কোন আঘাত লাগেনি।

দেওয়ান ছেকার আহমেদ শিষাণ আরো বলেন, ‘হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। তাদের লোকজন উপজেলার বর্ষাইল ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন চন্ডিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় কয়েকদিন পৃথকভাবে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায় ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেছে। তারা আমার প্রিয় কর্মী ও সমর্থক রেঞ্জা কে হত্যা করার উদ্দেশ্যেই হামলা করেছিল বলে আমার ধারণা। পূর্বের হামলাগুলোতে আমাদের কর্মীরা আহত হয়েছে সেগুলো আমরা মামলা করিনি তবে আজকের ঘটনাটা অবশ্যই মামলা করবো। রেঞ্জার জ্ঞান ফিরলে ঘটনাটি বিস্তারিত শুনে জেনে মামলা করা হবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন ঘটনার কথা শুনেছি এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে