১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

লোহাগাড়ায় ভাঙ্গা ব্রিজে কাঠ বসিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পশ্চিম কুলপাগলী জঙ্গল রশিদের ঘোনা এলাকায় পাগলীখালের উপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রিজটি পারাপারের সময় একাধিকবার দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকেই।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে সরজমিন পরিদর্শনকালে স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রিজের উপর স্টিলের সিটগুলো ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে তারা চরম ভোগান্তিতে রয়েছে। বর্তমানে এলাকাবাসীর সহযোগীতায় ব্রিজের পাটাতনের উপর কাঠ বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কোমলমতি শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। চলাচল করতে গিয়ে বারবার দূর্ঘটনার শিকারও হয়েছেন তারা। জনপ্রতিনিধীরা বারবার ব্রিজটি সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়ন হয়নি এবং জনপ্রতিনিধিদের দায়িত্বের অবহেলায় এ ব্রিজটি সংস্কার হচ্ছেনা বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কৃষক আবদুল মন্নান জানান, দূর্গম এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা হওয়ায় ব্রিজটি সংস্কার করা হলে যেমন স্থানীয় কৃষকদের উপকার হবে, তেমনি ছোট-বড় অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পাবে কোমলমতি শিক্ষার্থীরা।

শীতের মৌসুমে কোনরকম চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে ব্রিজ সহ আশপাশের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যায়। এছাড়াও নিয়মিত ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের বরাদ্দের সংস্কার করতে না পারলে প্রয়োজনে উপজেলা পরিষদ ও জেলা পরিষদের বরাদ্দ নিয়ে খুবই দ্রুত ব্রিজটি সংস্কারের কাজ শুরু করা হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

লোহাগাড়ায় ভাঙ্গা ব্রিজে কাঠ বসিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

প্রকাশিত : ০৫:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পশ্চিম কুলপাগলী জঙ্গল রশিদের ঘোনা এলাকায় পাগলীখালের উপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রিজটি পারাপারের সময় একাধিকবার দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকেই।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে সরজমিন পরিদর্শনকালে স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রিজের উপর স্টিলের সিটগুলো ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে তারা চরম ভোগান্তিতে রয়েছে। বর্তমানে এলাকাবাসীর সহযোগীতায় ব্রিজের পাটাতনের উপর কাঠ বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কোমলমতি শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। চলাচল করতে গিয়ে বারবার দূর্ঘটনার শিকারও হয়েছেন তারা। জনপ্রতিনিধীরা বারবার ব্রিজটি সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়ন হয়নি এবং জনপ্রতিনিধিদের দায়িত্বের অবহেলায় এ ব্রিজটি সংস্কার হচ্ছেনা বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কৃষক আবদুল মন্নান জানান, দূর্গম এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা হওয়ায় ব্রিজটি সংস্কার করা হলে যেমন স্থানীয় কৃষকদের উপকার হবে, তেমনি ছোট-বড় অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পাবে কোমলমতি শিক্ষার্থীরা।

শীতের মৌসুমে কোনরকম চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে ব্রিজ সহ আশপাশের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যায়। এছাড়াও নিয়মিত ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের বরাদ্দের সংস্কার করতে না পারলে প্রয়োজনে উপজেলা পরিষদ ও জেলা পরিষদের বরাদ্দ নিয়ে খুবই দ্রুত ব্রিজটি সংস্কারের কাজ শুরু করা হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি