মাদকের কলঙ্কই যেন মুছতে দেবেনা মাদক-চোরাকারবারীরা। মাদক-মানবপাচার ও চোরাকারবারী চক্ররা সীমান্তের মাদকের দূর্নাম যেন সীমান্ত উপজেলা টেকনাফ বাসীর নিত্য সঙ্গী।
রবিবার (৩১ ডিসেম্বর) ও বাদ যায়নি মাদককারবারীদের পাচার কাজ থেকে। ফের টেকনাফ সীমান্ত এলাকা হতে ২ কেজি ১শ ৩২ গ্রাম আইস ও৭৮হাজার ৮শ ইয়াবা উদ্ধার করলো বিজিবি।
৩০ ডিসেম্বর দিবাগত গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ সাবরাং কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের ৩৯টি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় অভিযান কালে একজন ব্যক্তিকে বঙ্গোপসাগর পাড় হতে একটি ব্যাগ হাতে নিয়ে এক ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। একইদিন অপর একটি অভিযানে ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৭৮, ৮০০ (আটাত্তর হাজার আটশত) পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















