কেরানীগঞ্জের ঢাকা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে আজ দুপুর বারোটায় উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় সতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান তার নির্বাচনী ইশতিহার ঘোষণা করেন এ সময় তিনি নির্বাচনী ইশতেহারে সার- সংক্ষেপে বলেন সুশাসন প্রতিষ্ঠায় পরামর্শ কমিটি গঠন। দুর্নীতি প্রতিরোধে মনিটরিং সেল গঠন ও হটলাইন চালু করা। ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ। অপরিকল্পিত নগরায়ন ও জ্বালানি সংকটের টেকসই সমাধান। স্বাস্থ্যসেবা উন্নয়নের মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন । তরুণদের কর্মভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ সহ কেরানীগঞ্জে সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুর্নীতি সমূলে প্রতিহত করা হবে। এ ছাড়া ঢাকা ২ আসন এলাকায় সমস্ত জনগণের জন্য শিক্ষা ক্রিড়াশিল্পকারখানা আইটি সেক্টর ব্যাপক উন্নয়ন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















