কুমিল্লা-৫ বুড়িচং, বি- পাড়া সংসদীয় আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এহতেশামুল হাসান ভূইয়া রুমি। তিনি কুমিল্লা দ: জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত হয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হয়ে এ জনপদে নিজ প্রতীকের প্রচার প্রচারণায় মরিয়া। তরুণ সমাজকে পাশে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়তে ট্রাক প্রতীকে ভোট চেয়ে ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে পথসভায় বক্তব্য রাখছেন। এসময় তিনি সকলের বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন আমি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে থাকি তাহলে এ জনপদের মানুষের কল্যাণে সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারী ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
এদিকে তিনি নানা প্রতিশ্রুতির মাধ্যমে বুড়িচং ব্রাহ্মণপাড়াকে এগিয়ে নিয়ে সোনার বাংলাদেশ রুপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা দ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন, বুড়িচং উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোবারক খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন, অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ খোরশেদ আলম, সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আকাশ, যুবলীগ নেতা মেহেদী হাসান মুরাদ, যুবলীগ নেতা মামুন (শিবরামপুর), ব্যবসায়ী আলামিন, ছাত্রলীগ নেতা মিঠুন, আসিফ আলী, অনিক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















