শেরপুরে পাঁচ টাকার শীতবস্ত্রের বাজার চালু করা হয়েছে। আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য এ বাজার চালু করেছে। শুক্রবার বিকেলে শেরপুর সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বাজারটি চালু হয়। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেজাবে রহমত উদ্বোধন করেন।
আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক আলী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, উত্তরা হাসপাতালের পরিচালক জাকির হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম হীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, শীতকালীন এ সময়ে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান এ বাজার চালু থাকবে।
উদ্বোধনী দিনে দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের কাছ থেকে মাত্র পাঁচ টাকা করে নিয়ে একটি করে কম্বল দেওয়া হয়। ৫ টাকার বিনিময়ে ২০০ টাকার কম্বল পেয়ে সবাই খুশি।
জেলা শহরের বাগরাকশা এলাকার জামাল মিয়া বলেন, ‘কত জায়গা ঘুরলাম, কোথাও কোনো একটা শীতের কাপড় পাই নাই। এহানে আইয়া মাত্র পাচঁ টেহা দিয়া এডা কম্বল পাইছি। আমি খুব খুশি অইছি। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।’
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন। শীতবস্ত্রের বাজারের পরে তারা আসন্ন রমজান মাসে দুই টাকার পণ্যের বাজার চালু করবেন।




















