০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ সময় বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কিত নির্ধারিত কবিতা আবৃত্তি, ছড়া এবং গান পরিবেশনার আয়োজন করেছে শিশু কিশোর কাউন্সিল।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই স্বাধীনচেতা, সংগ্রামী, সাহসী, দূরদর্শী ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের ফসল হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শিশুদের জন্য তার অন্যরকম আবেগ অনুমতি কাজ করতো। শিশু-কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

বাকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত : ০৩:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ সময় বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কিত নির্ধারিত কবিতা আবৃত্তি, ছড়া এবং গান পরিবেশনার আয়োজন করেছে শিশু কিশোর কাউন্সিল।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই স্বাধীনচেতা, সংগ্রামী, সাহসী, দূরদর্শী ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের ফসল হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শিশুদের জন্য তার অন্যরকম আবেগ অনুমতি কাজ করতো। শিশু-কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম।

বিজনেস বাংলাদেশ/একে