০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বীরগঞ্জে ৫০ টাকা কেজিতে নামলো পেঁয়াজের দাম

দিনাজপুরের বীরগঞ্জে হাট-বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে মনপ্রতি ১৪/১৫শ’ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষিরা হতাশ। মঙ্গলবার (১৯ মার্চ) বীরগঞ্জ পৌর দৈনিক পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগেও যে দেশীয় হালি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ৪০ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৩৪ শত ‘টাকা থেকে ৩৫শ’ টাকা দরে। এসময় হাট-বাজারে খুচরা বিক্রি হয়েছে -৮০ থেকে ৯০ টাকা দরে। অথচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ১৮শ’ থেকে ২০ হাজার টাকা দরে। এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১৪/১৫শ’ টাকা। আর বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাটে পেঁয়াজ কিনতে আসা ফটিক চন্দ্র রায় বলেন, আমি দুই সপ্তাহে আগে পেঁয়াজ কিনে ছিলাম ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। আজকে বাজারে এসে শুনি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে হচ্ছে। দাম কম হওয়ায় আমি ৫ কেজি পেঁয়াজ কিনলাম।

পৌরশহরের বলাকা মোড় এলাকার পাইকারি পেঁয়াজ বিক্রেতা হাসান আলী বলেন, বর্তমানে মোকামে প্রকারভেদে ১৮ থেকে ২০ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় ২০ থেকে ২৫ টাকা আমাদের লোকসান গুনতে হয়। তারপর যত ঝড় খুচরা ব্যবসায়ীদের উপর দিয়ে যায়। আমার কয়েক দিনে প্রায় ৬ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। লোকসান হলেও তো আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি না।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বীরগঞ্জে ৫০ টাকা কেজিতে নামলো পেঁয়াজের দাম

প্রকাশিত : ০৭:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে হাট-বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে মনপ্রতি ১৪/১৫শ’ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষিরা হতাশ। মঙ্গলবার (১৯ মার্চ) বীরগঞ্জ পৌর দৈনিক পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগেও যে দেশীয় হালি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ৪০ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৩৪ শত ‘টাকা থেকে ৩৫শ’ টাকা দরে। এসময় হাট-বাজারে খুচরা বিক্রি হয়েছে -৮০ থেকে ৯০ টাকা দরে। অথচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ১৮শ’ থেকে ২০ হাজার টাকা দরে। এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১৪/১৫শ’ টাকা। আর বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাটে পেঁয়াজ কিনতে আসা ফটিক চন্দ্র রায় বলেন, আমি দুই সপ্তাহে আগে পেঁয়াজ কিনে ছিলাম ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। আজকে বাজারে এসে শুনি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে হচ্ছে। দাম কম হওয়ায় আমি ৫ কেজি পেঁয়াজ কিনলাম।

পৌরশহরের বলাকা মোড় এলাকার পাইকারি পেঁয়াজ বিক্রেতা হাসান আলী বলেন, বর্তমানে মোকামে প্রকারভেদে ১৮ থেকে ২০ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় ২০ থেকে ২৫ টাকা আমাদের লোকসান গুনতে হয়। তারপর যত ঝড় খুচরা ব্যবসায়ীদের উপর দিয়ে যায়। আমার কয়েক দিনে প্রায় ৬ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। লোকসান হলেও তো আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি না।

বিজনেস বাংলাদেশ/DS