০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

তীব্র গরমে অফলাইনেই চলবে শেকৃবির ক্লাশ পরীক্ষা

ছবি-সংগৃহীত

দেশজুড়ে চলমান তাপদাহেও স্বশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

মৌসুমের তাপমাত্রা দিনকে দিন রেকর্ড ভাঙছে। তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে অতি তীব্র তাপপ্রবাহে । গত শুক্রবার তিনদিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাশ নেওয়ার স্বীদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে ক্লাশ নেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শেকৃবি রেজিস্টার শেখ রেজাউল করিম বলেন, সকল ক্লাস পরীক্ষা অফলাইনেই পরিচালিত হবে। অনলাইনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

অফলাইনে ক্লাশ নেওয়ার স্বিদ্ধান্তে শিক্ষার্থীদের কাছে থেকে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, প্রশাসনকে তাদের এ স্বিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ করছি। তীব্র গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গরমে ক্লাশে মনোযোগও ধরে রাখা যায় না। আমাদের দাবি হচ্ছে, ক্লাস পরীক্ষা স্থগিত না করলেও অন্তত মর্নিং শিফটে নিয়ে আসা অথবা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

তীব্র গরমে অফলাইনেই চলবে শেকৃবির ক্লাশ পরীক্ষা

প্রকাশিত : ০৬:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

দেশজুড়ে চলমান তাপদাহেও স্বশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

মৌসুমের তাপমাত্রা দিনকে দিন রেকর্ড ভাঙছে। তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে অতি তীব্র তাপপ্রবাহে । গত শুক্রবার তিনদিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাশ নেওয়ার স্বীদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে ক্লাশ নেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শেকৃবি রেজিস্টার শেখ রেজাউল করিম বলেন, সকল ক্লাস পরীক্ষা অফলাইনেই পরিচালিত হবে। অনলাইনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

অফলাইনে ক্লাশ নেওয়ার স্বিদ্ধান্তে শিক্ষার্থীদের কাছে থেকে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, প্রশাসনকে তাদের এ স্বিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ করছি। তীব্র গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গরমে ক্লাশে মনোযোগও ধরে রাখা যায় না। আমাদের দাবি হচ্ছে, ক্লাস পরীক্ষা স্থগিত না করলেও অন্তত মর্নিং শিফটে নিয়ে আসা অথবা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা।

বিজনেস বাংলাদেশ/DS