০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বাংলাদেশে কেউ আজ না খেয়ে মরে না – ঢাবিতে এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা), এম.পি. বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এদেশে কেউ আজ না খেয়ে মরে না । বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এরপরেও, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না পড়ে থাকে- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে আমাদের সবাইকে সারা দেশে সমবায়ভিত্তিক কৃষি ব্যাবস্থা গড়ে তুলতে হবে। এতে নেতৃত্ব দেবে এদেশের যুবারা। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমাদের দেশের মূল চালিকাশক্তি।

সোমবার (২০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’ কর্তৃক আয়োজিত চতুর্দশ অধিবেশনের এবারের প্রতিপাদ্য ছিল ‘খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট’।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা ভিশনারী লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবছর প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন সকলের কল্যাণের জন্যই।
ওয়াদুদ আরও বলেন, তরুণ-যুবা সবাইকে আজ এই ছায়া সংসদে আমি বলে যেতে চাই, দেশের কল্যাণের জন্য তোমাদের সমবেতভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই আগামীর নায়ক।
মন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উন্নত প্রযুক্তির ব্যাবহার বাড়িয়ে দেশের মধ্যেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মাটিতে খাদ্যের ফলন বাড়াতে হবে। এভাবেই পুষ্টিমান নিশ্চিত করতে হবে আগামীর প্রজন্মের জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাধারণ সম্পাদক শিশির শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ, প্রাক্তন সচিব জাকির হোসেন, মোঃ শহীদুল আলম এনডিসি, ডিজি, এফপিএমইউ, খাদ্য মন্ত্রণালয়, এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি ব্যাংক পিএলসি এবং ড. রুদাবা খন্দকার, কাট্রি ডিরেক্টর, গেইন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

বাংলাদেশে কেউ আজ না খেয়ে মরে না – ঢাবিতে এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা), এম.পি. বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এদেশে কেউ আজ না খেয়ে মরে না । বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এরপরেও, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না পড়ে থাকে- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে আমাদের সবাইকে সারা দেশে সমবায়ভিত্তিক কৃষি ব্যাবস্থা গড়ে তুলতে হবে। এতে নেতৃত্ব দেবে এদেশের যুবারা। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমাদের দেশের মূল চালিকাশক্তি।

সোমবার (২০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’ কর্তৃক আয়োজিত চতুর্দশ অধিবেশনের এবারের প্রতিপাদ্য ছিল ‘খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট’।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা ভিশনারী লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবছর প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন সকলের কল্যাণের জন্যই।
ওয়াদুদ আরও বলেন, তরুণ-যুবা সবাইকে আজ এই ছায়া সংসদে আমি বলে যেতে চাই, দেশের কল্যাণের জন্য তোমাদের সমবেতভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই আগামীর নায়ক।
মন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উন্নত প্রযুক্তির ব্যাবহার বাড়িয়ে দেশের মধ্যেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মাটিতে খাদ্যের ফলন বাড়াতে হবে। এভাবেই পুষ্টিমান নিশ্চিত করতে হবে আগামীর প্রজন্মের জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাধারণ সম্পাদক শিশির শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ, প্রাক্তন সচিব জাকির হোসেন, মোঃ শহীদুল আলম এনডিসি, ডিজি, এফপিএমইউ, খাদ্য মন্ত্রণালয়, এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি ব্যাংক পিএলসি এবং ড. রুদাবা খন্দকার, কাট্রি ডিরেক্টর, গেইন।

বিজনেস বাংলাদেশ/BH