০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
রেখা মনি,রংপুর ব্যুরো

বিএনপি একটি ষড়যন্ত্র নির্ভর দল: নানক

বিএনপি একটি ষড়যন্ত্র নির্ভর দল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।তিনি বলেন, বৃহস্পতিবার (২৩মে)দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নানক।তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রী বলেন, সেনা আইনে ছাউনিতে যে রাজনৈতিক দল জন্ম নেয়, তারা কখনো জনগণের ওপর নির্ভরশীল হতে পারে না।তারা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল।কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দিবে না। শুধু পোশাক খাত নয় সরকার পাট ও চামড়া শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। মন্ত্রী বলেন, এক সময় সোনালী আশ ছিল পাট।

পাট চাষে কৃষকরা মুখ ফিরিয়ে নিয়েছে। আবারও পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সে লক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় পাট খাতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, কোনো মোড়লের চোখ রাঙানোর কাছে মাথা নত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে। ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এছাড়াও পাট পণ্যের হারানো গৌরবোজ্জ্বল ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শূন্য করছে-একটি রাজনৈতিক দলের এমন মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে।একটা রাজনৈতিক দল হিসেবে মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার। সে কারণে তাদেরকে কিছু না কিছু বলতেই হবে। তাদেরকে কোনো এক বিশ্ব মোড়লের প্রতিনিধিরা যা বলেছিল তাতে মনে হয়েছিল ৭ জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা তা বুঝতে পারেনি। পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোসহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরোপ প্রসঙ্গে নানক বলেন, পাটের ব্যবহার, উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আমরা পাটকল মালিকদের সঙ্গে মতবিনিময় করছি।প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের। পাটের বস্তার উৎপাদনও বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।তিনদিনের এ মেলা শেষ হবে ২৫ মে। এতে রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এছাড়া মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাট অধিদপ্তর, জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় ও রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার,সংসদ সদস্য (সংরক্ষিত আসন) নাছিমা জামান ববি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অতিরিক্ত সচিব ও পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। তিনি আরও বলেন, বস্ত্র ও পাট মেলার আয়োজন করা হয়েছে। পাট পণ্যের প্রসারে মেলায় এসব স্টলে প্রদর্শিত হচ্ছে। পাট চাষীদের আরও প্রশিক্ষিত করা হবে। পাট জাগ দেওয়ার জন্য পুকুর সংরক্ষণ, সংস্কারসহ আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা হাতে নেওয়া হবে। পাট ক্রয় কেন্দ্রগুলো সচল করতে সরকার বিবেচনা করছে। বর্তমানে বাজারে পলিথিন ও প্লাস্টিক ছেয়ে গেছে। নিত্যপণ্যে পাটের পণ্য বাধ্যতামূলক করতে সরকারি মনিটরিং বাড়ানো হবে। রংপুর টাউন হল চত্বরে বস্ত্র ও পাট মেলার উদ্বোধন করেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রী উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে মন্ত্রী শতরঞ্জি পল্লী পরিদর্শন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

রেখা মনি,রংপুর ব্যুরো

বিএনপি একটি ষড়যন্ত্র নির্ভর দল: নানক

প্রকাশিত : ১১:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

বিএনপি একটি ষড়যন্ত্র নির্ভর দল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।তিনি বলেন, বৃহস্পতিবার (২৩মে)দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নানক।তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রী বলেন, সেনা আইনে ছাউনিতে যে রাজনৈতিক দল জন্ম নেয়, তারা কখনো জনগণের ওপর নির্ভরশীল হতে পারে না।তারা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল।কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দিবে না। শুধু পোশাক খাত নয় সরকার পাট ও চামড়া শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। মন্ত্রী বলেন, এক সময় সোনালী আশ ছিল পাট।

পাট চাষে কৃষকরা মুখ ফিরিয়ে নিয়েছে। আবারও পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সে লক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় পাট খাতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, কোনো মোড়লের চোখ রাঙানোর কাছে মাথা নত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে। ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এছাড়াও পাট পণ্যের হারানো গৌরবোজ্জ্বল ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শূন্য করছে-একটি রাজনৈতিক দলের এমন মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে।একটা রাজনৈতিক দল হিসেবে মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার। সে কারণে তাদেরকে কিছু না কিছু বলতেই হবে। তাদেরকে কোনো এক বিশ্ব মোড়লের প্রতিনিধিরা যা বলেছিল তাতে মনে হয়েছিল ৭ জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা তা বুঝতে পারেনি। পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোসহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরোপ প্রসঙ্গে নানক বলেন, পাটের ব্যবহার, উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আমরা পাটকল মালিকদের সঙ্গে মতবিনিময় করছি।প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের। পাটের বস্তার উৎপাদনও বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।তিনদিনের এ মেলা শেষ হবে ২৫ মে। এতে রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এছাড়া মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাট অধিদপ্তর, জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় ও রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার,সংসদ সদস্য (সংরক্ষিত আসন) নাছিমা জামান ববি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অতিরিক্ত সচিব ও পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। তিনি আরও বলেন, বস্ত্র ও পাট মেলার আয়োজন করা হয়েছে। পাট পণ্যের প্রসারে মেলায় এসব স্টলে প্রদর্শিত হচ্ছে। পাট চাষীদের আরও প্রশিক্ষিত করা হবে। পাট জাগ দেওয়ার জন্য পুকুর সংরক্ষণ, সংস্কারসহ আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা হাতে নেওয়া হবে। পাট ক্রয় কেন্দ্রগুলো সচল করতে সরকার বিবেচনা করছে। বর্তমানে বাজারে পলিথিন ও প্লাস্টিক ছেয়ে গেছে। নিত্যপণ্যে পাটের পণ্য বাধ্যতামূলক করতে সরকারি মনিটরিং বাড়ানো হবে। রংপুর টাউন হল চত্বরে বস্ত্র ও পাট মেলার উদ্বোধন করেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রী উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে মন্ত্রী শতরঞ্জি পল্লী পরিদর্শন করেন।